

পর্দা নেমেছে বহুল আলোচিত বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (ডিপিএল) ২০১৯-২০ এর। জাতীয় দলের ক্রিকেটারদের পেছনে ফেলে ব্যাট হাতে বাজিমাত করেছেন মিজানুর রহমান। শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর। আর বল হাতে সর্বোচ্চ ২৬ উইকেট দখলে নেন আবাহনী লিমিটেডের মোহাম্মদ সাইফউদ্দিন।
ব্রাদার্স ইউনিয়নের মিজানুর রহমান রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে। ১০ ইনিংসে ৫২.২৫ গড়ে তিনি করেন সর্বোচ্চ ৪১৮ রান। স্ট্রাইক রেট ১৩৩.৯৭। আর এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ১০০*। মিজানুর ১ সেঞ্চুরি সঙ্গে ফিফটি করেছেন ৩টি।
ওল্ড ডিওএইচএসের হয়ে খেলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। মিজানুরের থেকে ২ ম্যাচ বেশি খেলে তাঁর সংগ্রহ ৩৯২ রান। ব্যাটিং গড় ৪৩.৫৫, স্ট্রাইক রেট ১২১.৩৬। পুরো টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে এসেছে ২টি অর্ধশত রানের ইনিংস। এক ইনিংসে জয়ের সর্বোচ্চ রান ৮৫*।
জয়ের থেকে ৩ ম্যাচ বেশি খেলে ৩ রান কমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান আছেন এই তালিকার তিন নম্বরে। ৩৫.৩৬ গড়ে তিনি করেছেন ৩৮৯ রান।
৩৮৫ রান সংগ্রহ করে চার নম্বর অবস্থানে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুমিনুল হক। ২ ফিফটি হাঁকিয়েছেন তিনি, আর এক ইনিংসে সর্বোচ্চ রান ৭৮*। সেরা পাঁচের পাঁচে চ্যাম্পিয়ন দল আবাহনীর ওপেনার মোহাম্মদ নাইম। ১৬ ম্যাচে ২৮.৮৪ গড়ে তাঁর সংগ্রহে ৩৭৫ রান।
ব্যাটসম্যানদের পাশাপাশি টুর্নামেন্টে বেশকিছু ঝকঝকে বোলিং পারফরম্যান্স নজর কেড়েছে। বল হাতে সেরা ফর্মে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। আবাহনীর এই পেসার ১৬ ম্যাচে দখলে নিয়েছেন সর্বোচ্চ ২৬ উইকেট। গড় ১৫.৮০, ইকোনোমি ৬.৭৯, সেরা বোলিং ৪/১৮।
বোলাদের মধ্যে বেশি উইকেট শিকারের তালিকায় দুইয়ে প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি। ১৬ ইনিংসে তাঁর উইকেটের সংখ্যা ২৫। গড় ১৪.৩২, ইকোনোমি ৭.৩৮, সেরা বোলিং ৪/১১।
১৬ ম্যাচে ২২ উইকেট শিকার করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। গড় ১৭.৭৭, ইকোনোমি ৭.১৩, সেরা বোলিং ৩/২৩।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই পেসারের থেকে ২ উইকেট কম শিকার করে (২০ উইকেট) চার নম্বর অবস্থানে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের স্পিনার তানভীর ইসলাম। গড় ৯.৩৫, ইকোনোমি ৪.৭৯, সেরা বোলিং ৪/২৩।
বোলারদের সেরা তালিকার পাঁচে আরেক স্পিনার মেহেদী হাসান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের মেহেদী ১৫ ইনিংসে শিকার করেন মোট ১৮টি উইকেট। গড় ১৭.০০, ইকোনোমি ৬.২৪, সেরা বোলিং ২/১২।
২০২১ ডিপিএল টি-টোয়েন্টির সেরা পাঁচ ব্যাটসম্যানঃ
মিজানুর রহমান (ব্রাদার্স ইউনিয়ন) ৪১৮ রান, গড় ৫২.২৫, ৩ ফিফটি ও ১ সেঞ্চুরি
মাহমুদুল হাসান জয় (ওল্ড ডিওএইসএস) ৩৯২ রান, গড় ৪৩.৫৫, ২ ফিফটি
নুরুল হাসান সোহান (শেখ জামাল ধানমন্ডি ক্লাব) ৩৮৯ রান, গড় ৩৫.৩৬, ১ ফিফটি
মুমিনুল হক (গাজী গ্রুপ ক্রিকেটার্স) ৩৮৫ রান, গড় ৩৫.০০, ২ ফিফটি
মোহাম্মদ নাইম শেখ (আবাহনী লিমিটেড) ৩৭৫ রান, গড় ২৮.৮৪, ১ ফিফটি
২০২১ ডিপিএল টি-টোয়েন্টির সেরা পাঁচ বোলারঃ
মোহাম্মদ সাইফউদ্দিন (আবাহনী লিমিটেড) ২৬ উইকেট, ইকোনমি ৬.৭৯, সেরা ৪/১৮
কামরুল ইসলাম রাব্বি (প্রাইম দোলেশ্বর) ২৫ উইকেট, ইকোনমি ৭.৩৮, সেরা ৪/১১
শরিফুল ইসলাম (প্রাইম ব্যাংক) ২২ উইকেট, ইকোনমি ৭.১৩, সেরা ৩/২৩
তানভীর ইসলাম (শাইনপুকুর ক্রিকেট ক্লাব) ২০ উইকেট, ইকোনমি ৪.৭৯, সেরা ৪/২৩
মেহেদী হাসান (গাজী গ্রুপ ক্রিকেটার্স) ১৮ উইকেট, ইকোনমি ৬.২৪, সেরা ২/১২।