

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) প্রথমবার টিভিতে সম্প্রচারিত হয়েছে। এবারের টুর্নামেন্টের সুপার লিগের ১৫ টি ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে গাজী টিভি ও টি-স্পোর্টস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন এবার টিভি সম্প্রচার দর্শকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ভবিষ্যতে সম্প্রচার মান আরও বাড়াতে চায় বিসিবি, ঘরোয়া লিগেও ডিআরএস সংযোজনের চেষ্টা চলছে।
আজ (২৬ জুন) পর্দা নামছে ডিপিএলের এবারের আসরের। শেষ রাউন্ডের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল আবাহনী-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যেখানে প্রাইম ব্যাংককে হারিয়ে শিরোপার হ্যাটট্রিক করেছে আবাহনী। ম্যাচ চলাকালীন মিরপুরের প্রেসিডেন্টস বক্সে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলে সম্প্রচারকারী চ্যানেলের প্রতিনিধি।
যেখানে সম্প্রচার নিয়ে বলতে গিয়ে পাপন জানান দর্শকদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছেন, ‘টি-স্পোর্টস ও গাজী টিভি যে রাজি হয়েছে এটা সবচেয়ে বড় কথা। অনেকে মনে করে এটাতে কোন লাভ হবে না। স্বাভাবিক তারাতো দেখবে দর্শকের সংখ্যা কত, সেটার উপর নির্ভর করবে। আমি যে রিপোর্টগুলো পাচ্ছি, প্রচুর দর্শক, প্রচুর। আমি ব্যক্তিগতভাবে এত ফোন রিসিভ করেছি, এত ম্যাসেজ পেয়েছি যে তারা খেলাটা উপভোগ করছে। এটা হল সবচেয়ে বড় কথা।’
‘একটা খেলাও মিস করিনি। এর আগে দেখেছি পিচ ভিশনে কিন্তু টিভিতে লাইভ খেলা দেখানো শুরু হওয়ার পর একটা খেলাও মিস করিনি। টানা তিনটা করে খেলা দেখা, কোভিড পরিস্থিতিতে সময়টা ভালোই কেটেছে।’
এবার দেশীয় প্রোডাকশনেই টিভি সম্প্রচার হয়েছে। প্রোডাকশন মান নিয়ে সন্তুষ্ট পাপন জানান ভবিষ্যতে যোগ হতে পারে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) প্রযুক্তি।
পাপন বলেন, ‘প্রোডাকশন কোয়ালিটি অবশ্যই ভালো হয়েছে। এটা বোঝা কঠিন যে শুধু আমাদের দেশীয় কোম্পানিগুলোই করছে। সাধারনত আন্তর্জাতিক ক্ষেত্রে এসব দেখা যায়। আমরা শুধু ডিআরএস টা চালু করতে পারিনি। এটা নিয়েও আমি কথা বলেছি। এটা নিয়ে কিছু করা যায় কিনা।’
‘ডিআরএস খুব ব্যয়বহুল, প্রতি ম্যাচে প্রায় ৫০ হাজার ডলার খরচ। এটাতো আমরা পুরো লিগে করতে পারবোনা। সে ক্ষেত্রে আমি বলেছি লোকাল কিছু করা যায় কিনা। টি-স্পোর্টসের সাথে কথা হল আজকে তারা বলছে চেষ্টা করে দেখবে।’