

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার সাজিদ মাহমুদ মনে করছেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের শরীর বলিউড সুপারস্টার সালমান খানের মত হতে পারে। চাহাল অবশ্য তা ভাবছেন না। বডি বিল্ডিংয়ের জন্য বিখ্যাত হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ারজেনেগার হবেন বলে বিশ্বাস করেন চাহাল!
শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কাতে চাহালরা। সেখানে কোয়ারেন্টাইন শেষে জিম শুরু করেছেন তারা। জিমের এক ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন চাহাল। ক্যাপশনে লেখেন, ‘আসল হল শক্তিশালী হয়ে ওঠা, সে মানসিক হোক বা শারীরিক।’
View this post on Instagram
সেখানে কমেন্ট করেন সাজিদ মাহমুদ। তিনি লেখেন, ‘খুব তাড়াতাড়ি তোমাকে সালমান খানের মতো দেখতে লাগবে।’
সেই মন্তব্যের উত্তর দেন চাহাল। তিনি লেখেন, ‘আর্নল্ড শোয়ারজেনেগার কেন নয়?’
আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। কোহলি-রোহিতরা এই সময়ে অবস্থান করছেন ইংল্যান্ডে। শ্রীলঙ্কায় তাই শিখর ধাওয়ানের নেতৃত্বে খেলবে ভারত।