ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন আন্দ্রে রাসেল

রাসেল বোলার
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক প্যানেল।

১৩ সদস্যের স্কোয়াডে ফিরেছেন আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই হার্ডহিটিং অলরাউন্ডারকে দলে ফিরেছে ক্যারিবীয় নির্বাচকরা।

১ম ও ২য় টি-টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডঃ

কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স ও কেভিন সিনক্লেয়ার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াডঃ

টেম্বা বাভুমা (অধিনায়ক, কুইন্টন ডি কক, বিজোর্ন ফর্টুইন, বেউরান হেনড্রিক্স, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, সিসান্দা মাগালা, ইয়ানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনে, লিজাদ উইলিয়ামস।

সিরিজের সূচিঃ

১ম টি-টোয়েন্টি- ২৬ জুন
২য় টি-টোয়েন্টি- ২৭ জুন
৩য় টি-টোয়েন্টি- ২৯ জুন
৪র্থ টি-টোয়েন্টি- ১ জুলাই
৫ম টি-টোয়েন্টি- ৩ জুলাই।

৯৭ ডেস্ক

Read Previous

আইপিএল ফাইনালের একদিন পর শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ

Read Next

রুয়েল-মিশুতে লণ্ডভণ্ড প্রাইম দোলেশ্বরের রানার আপ হওয়ার স্বপ্ন‍

Total
11
Share