

আইসিসির তরফ থেকে এখনও চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। তবে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ।
তাদের প্রকাশিত বিশেষ প্রতিবেদন অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। সংযুক্ত আরব আমিরাতে ১৬ দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ নভেম্বর।
আইপিএল ফাইনাল মাঠে গড়ানোর একদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনার কারণে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ১৯ সেপ্টেম্বর, ফাইনাল মাঠে গড়াবে ১৫ অক্টোবর।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড হবে মধ্যপ্রাচ্যের দুই দেশে। ১ম রাউন্ডে ৮ দল ২ গ্রুপে ভাগ হয়ে খেলবে ১২ টি ম্যাচ।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান ও পাপুয়া নিউগিনি- এই ৮ দলের মধ্যে ৪ দল উঠবে সুপার ১২ এ। যেখানে আগে থেকেই আছে র্যাংকিংয়ের সেরা ৮ দল।
সুপার ১২ তে মোট ৩০ টি ম্যাচ হবে, শুরু হবে ২৪ অক্টোবর থেকে। ৬ দলের ২ গ্রুপ সংযুক্ত আরব আমিরাতের ৩ ভেন্যুতে (দুবাই, আবুধাবি ও শারজাহ) খেলবে ম্যাচগুলো।
সেরা চার দল খেলবে সেমিফাইনাল, এরপর ফাইনাল। প্লেঅফে মোট ৩ ম্যাচ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের হোস্ট ভারত। তবে সেদেশে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক বলে তা হবে মধ্যপ্রাচ্যে। যদিও সেক্ষেত্রেও হোস্টের মর্যাদা থাকছে বিসিসিআইয়ের।