

যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শামীম হোসেন পাটোয়ারী ডাক পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে। এত দ্রুত জাতীয় দলে ডাক পাবেন আশা না করলেও একাদশে সুযোগ হলে ফিনিশিং ভূমিকাটা পালন করতে চান ঠিকঠাকভাবে।
নিখুঁত পাওয়ার হিটার, দুর্দান্ত ফিল্ডার সাথে শামীমের বাড়তি সুবিধা কার্যকর অফ স্পিনেও। যুব বিশ্বকাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে জানান দিয়েছিলেন সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের পজিশনে কতটা কার্যকর হতে পারেন তিনি। এরপর আয়ারল্যান্ডস উলভসের সাথে ঘরের মাঠে বাংলাদেশ ইমার্জিং দলের হয়েও পেয়েছেন সাফল্য।
হাই পারফরম্যান্স (এইচপি) দলের নিজেদের মধ্যে ভাগ হওয়া টি-টোয়েন্টি ম্যাচগুলোতেও তার ব্যাট কথা বলেছে। চলতি বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএলে) খেলছেন প্রাইম দোলেশ্বরের হয়ে। ১১ ইনিংসে ২৬.১৪ গড়ে রান করেছেন ১৮৩, যেখানে স্ট্রাইক রেট ১৪০ এর বেশি।
বয়স ২১ ছোঁয়ার আগেই জাতীয় দলে ডাক পেয়ে আজ (২৪ জুন) শামীম জানালেন নিজের অনুভূতি।
এক ভিডিও বার্তায় এই অলরাউন্ডার বলেন, ‘আসলে অনুভূতি বলার মত কোনো ভাষা নেই। অবশ্যই যেহেতু জাতীয় দলে ডাক পেয়েছি আমি খুব খুশি।’
এত দ্রুত জাতীয় দলে সুযোগ পাবেন ভাবেননি উল্লেখ করে যোগ করেন, ‘না আসলে ওরকমভাবে চিন্তা করা হয়নি, আমার লক্ষ্য ছিল ভালো করতে থাকি। একটা সময় যখনভালো করতে থাকবো তখনই আসলে জাতীয় দলে সুযোগ পাবো। এটার জন্য আমি মনে করি আমি অনেক ভাগ্যবান, আমার অনেক সময় আছে ভালো করার।’
নিজের লক্ষ্য সম্পর্কে শামীম বলেন, ‘আসলে জাতীয় দলে যখনি বা যেখানেই সুযোগ পাই না কেন আমার ভুমিকা থাকবে ফিনিশিং রোলটা। এটাই আমার প্রধাণ কাজ থাকবে। সঙ্গে বোলিং এবং ফিল্ডিং তো আছেই।’
তার জাতীয় দলে ডাক পাওয়াতে খুশি পরিবার, ‘হ্যাঁ বাবা মা তো অবশ্যই খুশি হওয়ার কথা। যেহেতু উনাদের ছেলে জাতীয় দলে ডাক পেয়েছে সবাই খুশি। আমি জেনেছি স্যারদের কাছ থেকেই, শাহরিয়ার নাফিস ভাইয়ের কাছ থেকে প্রথম জেনেছি। বাবা মাকে জানিয়েছি প্রথমে।’