

গত ২২ জুন এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায় ব্যাটিং কোচ হিসাবে আর থাকছেন না ইউনুস খান। দুই পক্ষের পারষ্পারিক সমঝোতায় দুই পক্ষের সম্পর্ক ছিন্ন হয়েছে বলে জানায় পিসিবি। এই ইস্যুতে এবার মুখ খুলেছেন ইউনুস
গেলবছরের নভেম্বরে ইউনুস খানকে ২ বছর মেয়াদে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছিল পিসিবি। পাকিস্তানের ব্যাটসম্যানদের নিয়ে তার কাজ করার কথা ছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব ছাড়া প্রসঙ্গে ইউনুস খান এআরওয়াই নিউজের ‘হার লামহা পারজোশ’ অনুষ্ঠানে কথা বলেন। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ জানান যখন ইউনুসের দায়িত্ব ছাড়ার খবর প্রকাশ হয় তখন তিনি ফুটবল খেলছিলেন।
ইউনুস জানান ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর থেকেই তাকে কোচ হিসাবে পেতে চাচ্ছিল পিসিবি। তিন বছর ভেবে তবেই দায়িত্ব নেন তিনি।
‘২০১৭ সালে আমি যখন লর্ডস থেকে ফিরছিলাম, আমাকে বোর্ডের তৎকালীন চেয়ারম্যান কোচের চাকরির জন্য অফার করেছিল। আমি ৩ বছর বাদে যোগ দিয়েছিলাম। কিন্তু এর ৬-৭ মাস পরেই আমি এখন এখানে দাঁড়িয়ে।’
ইউনুস খান যোগ করেন, ‘আমি পিসিবিকে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু যদি কেউ আমার সাহায্য না চায় তাহলে আর কি করার। আমি আবার এখানে।’
পাকিস্তানের সবচেয়ে সফলতম টেস্ট ব্যাটসম্যান ইউনুস খান। ১৭ বছরের ক্যারিয়ারে ১১৮টি টেস্ট খেলে ৫২ গড়ে ১০০৯৯ রান করেন তিনি। টেস্টে একমাত্র দশ হাজারি পাকিস্তানি ব্যাটসম্যান ইউনুস। ২০০৯ সালে করাচিতে শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ার সেরা ৩১৩ রান করেন ইউনুস। এই ইনিংসের পর তিনি আইসিসি টেস্ট র্যাংকিংয়ে এক নাম্বারে উঠে আসেন।