

পেশোয়ার জালমির দুই ক্রিকেটার হায়দার আলি ও উমাইদ আসিফ খেলতে পারবেন না আজকের পিএসএল ফাইনালে। মুলতান সুলতান্সের বিপক্ষে মহারণে এই দুইজনের সার্ভিস পাচ্ছে না পেশোয়ার জালমি।
করোনার কারণে মাঝপথে পিএসএল স্থগিত হবার পর সংযুক্ত আরব আমিরাতে বায়ো সিকিউর বাবলে হচ্ছে পিএসএলের বাকি অংশ। যেখানে প্রতিটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য আছে হেলথ অ্যান্ড সেফটি প্রটোকল।
প্রটোকল ভেঙেছেন হায়দার ও উমাইদ। দুজন স্বিকার করেছেন যে বায়ো বাবল অঞ্চলের বাইরে থেকে আসা মানুষের সঙ্গে দেখা করেছেন তারা, মানেননি সামাজিক দুরত্বের বেঁধে দেওয়া নিয়ম।
ঘটনাটি ঘটে বুধবার, বৃহস্পতিবার সকালে পিএসএলের কোভিড-১৯ ম্যানেজমেন্ট কমিটি তাদেরকে নিষিদ্ধ করে ফাইনালের জন্য।
ঐ ঘটনার পর অন্য কোন ক্রিকেটারের সংস্পর্শে আসেননি এই দুইজন। দুজনকেই রাখা হয়েছে রুম আইসোলেশনে।
হায়দার আলি পেয়েছেন আরও এক দুঃসংবাদ। পাকিস্তানের ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াড থেকে নাম কাটা গেছে তার।
অধিনায়ক বাবর আজম ও কোচ মিসবাহ উল হকের সঙ্গে পরামর্শ করে হায়দার আলির বিকল্প ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। বাবর-রিজওয়ানদের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন শোয়েব মাকসুদ।
পিএসএলে দুর্দান্ত ফর্মে আছেন শোয়েব মাকসুদ। ১১ ম্যাচে ৪০.৩৩ গড় ও ১৫০+ স্ট্রাইক রেটে ৩৬৩ রান করেছেন তিনি।
এর আগে পাকিস্তানের হয়ে ২৬ ওয়ানডে ও ২০ টি টি-টোয়েন্টি খেলেছেন মাকসুদ।