আরও এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী

আরও এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবাহনী
Vinkmag ad

মোহাম্মদ সাইফউদ্দিনের কার্যকরী বোলিংয়ে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে তারা হারিয়েছে ৭ উইকেটে। একইসাথে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে এখন মোসাদ্দেক হোসেনের দল।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান ফজলে মাহমুদ রাব্বির। এছাড়া ইমরান উজ্জামান ৩১ এবং সাইফ হাসান ২০ রান করেন।

আবাহনীর সবচেয়ে সফল বোলার ছিলেন জাতীয় দলের তারকা সাইফউদ্দিন। ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন মূল্যবান ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। তার বলে শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটের কানা ছুঁয়ে অসাধারণ এক ক্যাচ নেন উইকেটরক্ষক লিটন কুমার দাস।

সাইফউদ্দিনের ৩ উইকেট ছাড়াও মেহেদী হাসান রানা ২টি ও আরাফাত সানি ১টি উইকেট নেন।

এরপর বৃষ্টির কারণে ১৩ ওভারে আবাহনীর টার্গেট দাঁড়ায় ৯১ রানে। ৭ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ক্রিকেট পাড়ার অভিজাত দলটি।

সর্বোচ্চ ৪৪ রান ওপেনার মুনিম শাহরিয়ারের। এছাড়া লিটন ২৭ এবং মোসাদ্দেক ৯ রানে অপরাজিত থাকেন।

প্রাইম দোলেশ্বরের পক্ষে শরিফউল্লাহ, কামরুল ইসলাম এবং রেজাউর রহমান ১টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোরঃ

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ১৩৫/৬ (২০), ইমরান ৩১, সাইফ, ২০, রাব্বি ৩২, মার্শাল ১৭, শামীম ২, ফরহাদ ১৯, কামরুল ১*, শরিফউল্লাহ ৩*; সাইফউদ্দিন ৪-০-২৭-৩, সানি ৩-০-১৭-১, সাকিব ৪-০-৩৯-০, মোসাদ্দেক ৪-০-২৬-০, রানা ৪-০-১৭-২, আমিনুল ১-০-৭-০

আবাহনী লিমিটেডঃ ৯৪/৩ (১১.৫), লিটন ২৭, মুনিম ৪৪, শান্ত ০, মোসাদ্দেক ৯*, আফিফ ৩*; শফিউল ২-০-১৬-০, এনামুল ৩-০-১৪-০, শরিফুল্লাহ ২-০-১৮-১, কামরুল ২-০-৯-১, রেজাউর ২.৫-০-৩৩-১

ফলাফলঃ আবাহনী লিমিটেড ৭ উইকেটে জয়ী

ম্যাচ সেরাঃ মোহাম্মদ সাইফউদ্দিন (আবাহনী লিমিটেড)।

৯৭ ডেস্ক

Read Previous

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

Read Next

এক ম্যাচে জয়ী নির্ধারণ, পছন্দ নয় কোহলির

Total
18
Share