

দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। সাপ্তাহিক হালনাগাদে ১০ নম্বরে উঠে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে রান পাবার ফল পেয়েছেন তিনি।
১৮ মাস পর আবার সেরা দশে ঢুকলেন ডি কক। এর আগে অর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে সেরা দশে ছিলেন। ক্যারিয়ারে তার সর্বোচ্চ র্যাংকিং অবস্থান অবশ্য ৬।
ডি ককের অধিনায়ক ডিন এলগার ১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন। লম্বা লাফ দিয়েছেন র্যাসি ভ্যান ডার ডুসেন। ৩১ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে আছেন এখন তিনি।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ১ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। হ্যাটট্রিক সহ ৫ উইকেট নেওয়া কেশব মহারাজ ৩ ধাপ এগিয়ে আছেন ২৮ নম্বরে। ৩ ধাপ এগিয়ে ৪১ নম্বরে আছেন লুঙ্গি এনগিডি।
ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন ব্ল্যাকউড ১২ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে আছেন টেস্ট ব্যাটসম্যানদের তালিকায়। শাই হোপ ৩ ধাপ এগিয়ে আছেন ৮২ নম্বরে। ৬ ধাপ এগিয়ে ৯৪ নম্বরে আছেন কাইরেন পাওয়েল।
বোলারদের মধ্যে কেমার রোচ ১ ধাপ এগিয়ে আছেন ১২ নম্বরে। ৫১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৩ নম্বরে আছেন কাইল মায়ের্স।
টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন জেসন হোল্ডার। ২৮ রেটিং পয়েন্ট হারিয়ে ২ এ নেমেছেন হোল্ডার। ২০১৭ সালের আগস্টের পর আবার টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ৩৩৮ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের মধ্যে ৫ নম্বরে আছেন সাকিন আল হাসান।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ১০ ব্যাটসম্যান-
১. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ৮৯১
২. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৮৮৬
৩. মারনাস লাবুশেইন (অস্ট্রেলিয়া)- ৮৭৮
৪. ভিরাট কোহলি (ভারত)- ৮১৪
৫. জো রুট (ইংল্যান্ড)- ৭৯৭
৬. রিশাব পান্ট (ভারত)- ৭৪৭
রোহিত শর্মা (ভারত)- ৭৪৭
৮. হেনরি নিকোলস (নিউজিল্যান্ড)- ৭৩২
৯. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭২৪
১০. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৭১৭
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ১০ বোলার-
১. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ৯০৮
২. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৮৫০
৩. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৮৩০
৪. জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৮১৬
৫. নেইল ওয়েগনার (নিউজিল্যান্ড)- ৮১৫
৬. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৭৯৮
৭. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৭৯৩
৮. জিমি অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৭৮৩
৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ৭৪৪
১০. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৭৪০
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেস্টের সেরা ৫ অলরাউন্ডার-
১. রবীন্দ্র জাদেজা (ভারত)- ৩৮৬
২. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)- ৩৮৪
৩. বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩৭৭
৪. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৩৫৩
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৩৩৮।