

ভারতীয় নারী দলের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক মিতালি রাজ। নারীদের ক্রিকেট ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক (৭০৯৮) এই ভারতীয় ব্যাটার। একমাত্র নারী ব্যাটার হিসাবে ৬ ও ৭ হাজার রানের মালিক হয়েছিলেন তিনি। ৩৮ বছর বয়সী মিতালি রাজের বায়োপিক আসছে, যার নাম ‘শাবাশ মিতু’।
এই সিনেমায় যে মিতালি রাজের ভূমিকায় বলিউড অভিনেত্রী তাপসী পান্নু অভিনয় করবেন তা আগে থেকেই জানা গিয়েছিল। নিজের ইনস্টাগ্রামে ক্রিকেট অনুশীলনের বেশ কিছু ছবি দিয়ে তা জানান দেন তাপসী।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
নতুন খবর এই সিনেমার পরিচালকের ভূমিকায় থাকছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি। সিনেমার সঙ্গে শুরুতে তিনি যুক্ত ছিলেন না। প্রথমে সিনেমাটি পরিচালনার ভার ছিল রাহুল ঢোলাকিয়ার কাঁধে। তবে ডেট দিতে না পারায় এই সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি, এক বিবৃতি দিয়ে তা জানান ঢোলাকিয়া।
SRIJIT MUKHERJI TO DIRECT TAAPSEE STARRER… #ShabaashMithu – the biopic on the life of #cricket legend #MithaliRaj – will now be directed by #SrijitMukherji… Initially, #RahulDholakia was directing the film… Stars #TaapseePannu… Produced by Viacom18 Studios. pic.twitter.com/YnedleLBw7
— taran adarsh (@taran_adarsh) June 22, 2021
#ShabaashMithu: RAHUL DHOLAKIA ISSUES STATEMENT… pic.twitter.com/J6D2qpWpBH
— taran adarsh (@taran_adarsh) June 22, 2021
ঢোলাকিয়া দায়িত্ব ছাড়ার পর সেই দায়িত্ব পেয়েছেন সৃজিত। ভারতীয় নারী দলকে ২ টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া মিতালি রাজকে বড় পর্দায় তাপসী পান্নুর মাধ্যমে কিভাবে উপস্থাপন করবেন সৃজিত মুখার্জি সেটা দেখতে উন্মুখ হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরাও।
ভারতের হয়ে এখন অব্দি ১৯ বছরের ক্যারিয়ারে ১১ টেস্ট, ২১৪ ওয়ানডে ও ৮৯ টি টি-টোয়েন্টি খেলেছেন মিতালি। রান করেছেন যথাক্রমে ৬৬৯, ৭০৯৮ ও ২৩৬৪। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি মোট ৮ টি, ফিফটি ৭৬ টি।