বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

সাত বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ
Vinkmag ad

আগামী মাসে ১ টেস্ট ও ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

জিম্বাবুয়েতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সফর নিয়ে শঙ্কা ছিল। তবে দেশটির স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন কমিশন (এসআরসি) জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) কে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।

বাংলাদেশের এই জিম্বাবুয়ে সফরে ৩ টি ওয়ানডে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। এছাড়া আছে ১ টি টেস্ট ও ৩ টি টি-টোয়েন্টি।

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে গ্যালারিতে কোন দর্শক থাকবে না। সবকটি ম্যাচ হবে জৈব সুরক্ষিত বলয়ে, হারারে স্পোর্টস ক্লাবে।

একমাত্র টেস্ট দিয়ে টাইগারদের মিশন জিম্বাবুয়ে শুরু হবে ৭ জুলাই।

টেস্টের আগে অবশ্য টাইগাররা দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে, দুইদিনের প্রস্তুতি ম্যাচ শুরু হবে ৩ জুলাই। এছাড়া আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের আগে ১৪ জুলাই আরো এক প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের সূচিঃ

একমাত্র টেস্ট- ৭-১১ জুলাই, হারারে

১ম ওয়ানডে- ১৬ জুলাই, হারারে
২য় ওয়ানডে- ১৮ জুলাই, হারারে
৩য় ওয়ানডে- ২০ জুলাই, হারারে

১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই, হারারে
২য় টি-টোয়েন্টি- ২৫ জুলাই, হারারে
৩য় টি-টোয়েন্টি -২৭ জুলাই, হারারে।

৯৭ প্রতিবেদক

Read Previous

পদোন্নতি পেয়ে প্রধান কোচ হলেন ড্যানিয়েল ভেট্টোরি

Read Next

৬ষ্ঠ দিনে ভারত-নিউজিল্যান্ড ফাইনালের ভাগ্য নির্ধারণ

Total
1
Share