আইপিএল বাদ দিয়ে পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন বাটলার

আইপিএল বাদ দিয়ে পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন বাটলার
Vinkmag ad

স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের সাথে সাংঘর্ষিক হয়ে পড়ছে বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ। ফলে বিদেশি অনেক তারকাকেই হারাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম আসরটি। ইংলিশ তারকা জস বাটলারও আইপিএলের পরিবর্তে বেছে নিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তান সফরকে।

সেপেটেম্বর-অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানে সীমিত ওভারের ক্রিকেট খেলতে আসবে ইংল্যান্ড। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই দুই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়ানোর কথা স্থগিত হওয়া আইপিএল। তবে বিশ্বকাপ ভাবনায় জাতীয় দলেই ক্রিকেটারদের চায় ইসিবি। ইতোমধ্যে সায় দিয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলা জস বাটলারও।

‘দ্য টেলিগ্রাফকে’ দেওয়া এক সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী বাটলার বলেন, ‘সাধারণত আইপিএল-এর সময় কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা থাকে না। ফলে প্রায় সব ক্রিকেট খেলিয়ে দেশের নামী ক্রিকেটাররা অংশ নিতে পারে। কিন্তু এবার ব্যাপারটা অন্য রকম। আইপিএলের দ্বিতীয় পর্ব চলার সময় আমাদের দুটো (বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে) আন্তর্জাতিক সিরিজ রয়েছে। তাই ব্যক্তিগতভাবে আমি দেশকেই প্রাধান্য দেব।’

এদিকে করোনাকালীন বায়ো-বাবলে ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের চাঙ্গা রাখতে ইসিবি চালু করেছে রোটেশন পলিসি। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন ইংল্যান্ডের হয়ে প্রায় ৮ হাজার রানের মালিক বাটলার।

তিনি বলেন, ‘তিন ধরণের ক্রিকেটে আমাদের দল অনেক ম্যাচ খেলে। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার সুবাদে অনেক তরুণ ক্রিকেটার উঠে আসছে। সবার সমান সুযোগ পাওয়া উচিত। ইসিবি সেই কাজটাই করছে। এছাড়া করোনার জন্য এই ‘রোটেশন পলিসি’ নিতে বাধ্য হয়েছে আমাদের ক্রিকেট বোর্ড।’

৯৭ ডেস্ক

Read Previous

বাবরদের বিদায় করে ফাইনালের পথে পেশোয়ার জালমি

Read Next

এবার চোটে পড়ে সুপার লিগ থেকে ছিটকে গেলেন মুশফিক

Total
36
Share