

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ইউনুস খানের দুটি পথ দুটি দিকে বেঁকে গেছে। আজ (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পিসিবি জানিয়েছে দুই পক্ষের পারষ্পারিক সমঝোতায় দুই পক্ষের সম্পর্ক ছিন্ন হয়েছে।
গেলবছরের নভেম্বরে ইউনুস খানকে ২ বছর মেয়াদে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছিল পিসিবি। পাকিস্তানের ব্যাটসম্যানদের নিয়ে তার কাজ করার কথা ছিল ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এই প্রসঙ্গে বলেন, ‘এটি দুঃখের যে আমরা ইউনুস খানের মত দক্ষ ও অভিজ্ঞ একজন এক্সপার্টকে হারালাম। বেশ কয়েকবার আলোচনার পর আমরা অনিচ্ছা সত্ত্বেও পারষ্পারিক আপসে একমত হয়েছি যে এটাই সম্পর্ক ছিন্ন করার সঠিক সময়।’
ওয়াসিম খান যোগ করেন, ‘আমি ইউনুস খানকে তার স্বল্প সময়ের দায়িত্বের সময় অবদানের জন্য ধন্যবাদ জানাতে চাই। আশা করবো ভবিষ্যতে তিনি তার অভিজ্ঞতার ভান্ডার থেকে ইমার্জিং ক্রিকেটারদের সাহায্য করবেন।’
এই সংবাদ বিজ্ঞপ্তি ছাড়া ইউনুস খান ইস্যুতে আর কোন মন্তব্য পিসিবি করবে না বলে জানানো হয়েছে। বলা হয়েছে মন্তব্য করবেন না ইউনুস খানও।
ইউনুস খান দায়িত্ব ছাড়াতে এখন ব্যাটিং কোচ ছাড়াই ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান জাতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের নয়া ব্যাটিং কোচ কে হবেন তা জানানো হবে পরবর্তীতে।
পাকিস্তানের সবচেয়ে সফলতম টেস্ট ব্যাটসম্যান ইউনুস খান। ১৭ বছরের ক্যারিয়ারে ১১৮টি টেস্ট খেলে ৫২ গড়ে ১০০৯৯ রান করেন তিনি। টেস্টে একমাত্র দশ হাজারি পাকিস্তানি ব্যাটসম্যান ইউনুস। ২০০৯ সালে করাচিতে শ্রীলংকার বিপক্ষে ক্যারিয়ার সেরা ৩১৩ রান করেন ইউনুস। এই ইনিংসের পর তিনি আইসিসি টেস্ট র্যাংকিংয়ে এক নাম্বারে উঠে আসেন।
PCB statement on Younis Khan
More details ⬇️ https://t.co/BVvfdxn6Cp
— PCB Media (@TheRealPCBMedia) June 22, 2021