

২০১৯ বিশ্বকাপ হয়েছিল যুক্তরাজ্যে। ইংল্যান্ডে সেই বিশ্বকাপে ছিল বৃষ্টির বাগড়া। বাংলাদেশের একটি ম্যাচতো (শ্রীলঙ্কার বিপক্ষে) মাঠেই গড়ায়নি। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হচ্ছে ইংল্যান্ডের সাউদাম্পটনে, সেখানেও বৃষ্টির বাগড়া।
১ম দিন বৃষ্টিতে ভেসে যায়, হয়নি টসও। ২য় ও ৩য় দিনে খেলা হলেও আজ ৪র্থ দিনের খেলা গেছে বৃষ্টির পেটে।
Day 4 of the @ICC World Test Championship Final has been called at the Hampshire Bowl due to ongoing rain. We will try again at 10-30am tomorrow in Southampton. Scorecard | https://t.co/9M1mvODiZ3 #WTC21 pic.twitter.com/UmPImKLK4h
— BLACKCAPS (@BLACKCAPS) June 21, 2021
আবহাওয়া পূর্বাভাস ভালো কথা বলছে না। সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন বলছেন এমন ম্যাচ ইংল্যান্ডে হওয়া উচিত নয়।
নিজের টুইটারে কেভিন পিটারসেন লেখেন, ‘এটা বলতে আমার কষ্ট হচ্ছে, তবে ওয়ান-অফ ও মহাগুরুত্বপূর্ণ ম্যাচ যুক্তরাজ্যে খেলা উচিত নয়।’
It pains me to say it, but a ONE OFF & incredibly important cricket game should NOT be played in the UK.
— Kevin Pietersen🦏 (@KP24) June 21, 2021
কেনো খেলা উচিত নয় তা এক ভক্তের প্রশ্নের উত্তরে জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই তারকা ব্যাটসম্যান।
Cos this very important game is a wash out. The weather isn’t predictable at all. A one off cannot be guaranteed to have the weather this match needs.
— Kevin Pietersen🦏 (@KP24) June 21, 2021
সেক্ষেত্রে এমন ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসাবে দুবাইকে পছন্দ পিটারসেনের।
আরেক টুইটে পিটারসেন লেখেন, আমাকে যদি বলা হয় দুবাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এমন ম্যাচ সবসময় আয়োজন করতে পারে। নিরপেক্ষ ভেন্যু, অসাধারণ স্টেডিয়াম, নিশ্চিত আবহাওয়া, দারুণ ট্রেনিং সুবিধা ও ট্রাভেল হাব। ওহ, আইসিসির সদর দপ্তর স্টেডিয়ামের পাশেই।’
If it was up to me, Dubai would always host a one off match like this WTC game.
Neutral venue, fabulous stadium, guaranteed weather, excellent training facilities and a travel hub!
Oh, and ICC home is next to the stadium.— Kevin Pietersen🦏 (@KP24) June 21, 2021