

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গতকাল (২০ জুন) ঘোষণা করেছে যে পাকিস্তান নারী দল ও ‘এ’ দল সাদা বলের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে। লাহোর থেকে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অ্যান্টিগার উদ্দেশ্যে লাহোর ছেড়ে যাবেন ২৩ জুন।
এই সফরকে সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচকরা।
২০৮ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জাভেরিয়া খান নেতৃত্ব দিবেন জাতীয় দলকে। রামিন শামিম পাকিস্তান নারী ‘এ’ ওয়ানডে দলের ক্যাপ্টেন, সিদ্রা নওয়াজ ‘এ’ দলের টি-টোয়েন্টি ক্যাপ্টেন।
জাতীয় নারী দল ওয়েস্ট ইন্ডিজ যেয়ে ৩ টি-টোয়েন্টি ও ৫ টি ওয়ানডে খেলবে। দুই দেশের ‘এ’ দল একে অপরের মুখোমুখি হবে ৩ টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচে।
২৬ সদস্যের স্কোয়াডের সবাই এই ১৪ টি ম্যাচে একাদশে নির্বাচনের জন্য অ্যাভেইলেবল থাকবেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান নারী দলঃ
জাভেরিয়া খান (ক্যাপ্টেন, জাতীয় দল)), রামিন শামিম (‘এ’ দলের ওয়ানডে ক্যাপ্টেন), সিদ্রা নওয়াজ (‘এ’ দলের টি-টোয়েন্টি ক্যাপ্টেন), আলিয়া রিয়াজ, আইমান আনোয়ার, আনাম আমিন, আয়েশা নাসিম, আয়েশা জাফর, ডায়ানা বেগ, ফাতিমা সানা, ইরাম জাভেদ, জাবেরিয়া রউফ, কাইনাত ইমতিয়াজ, কাইনাত হাফিজ, মাহাম তারিক, মুনিবা আলি সিদ্দিকি (উইকেটকিপার), নাহিদা খান, নাজিহা আলভি (উইকেটকিপার), নাশ্রা সান্ধু, নাটালিয়া পারভেজ, নিদা দার, ওমাইমা সোহেল, সাবা নাজির, সাদিয়া ইকবাল, সিদ্রা আমিন ও সৈয়দা আরুব শাহ।
???? 26-player women squad announced for West Indies tour ????
Read more: https://t.co/heHTTDP9a6#backourgirls #WIWvPAKW pic.twitter.com/Qijs8HcieB
— Pakistan Cricket (@TheRealPCB) June 21, 2021
সিরিজের সূচিঃ
৩০ জুন- ১ম টি-টোয়েন্টি (জাতীয় দল ও ‘এ’ দল উভয়ের), স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম
২ জুলাই- ২য় টি-টোয়েন্টি (জাতীয় দল ও ‘এ’ দল উভয়ের) কুলিজ ক্রিকেট গ্রাউন্ড
৪ জুলাই- ৩য় টি-টোয়েন্টি (জাতীয় দল ও ‘এ’ দল উভয়ের) স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম
৭ জুলাই- জাতীয় দলের ১ম ওয়ানডে, কুলিজ ক্রিকেট গ্রাউন্ড
৯ জুলাই- জাতীয় দলের ২য় ওয়ানডে, কুলিজ ক্রিকেট গ্রাউন্ড
১০ জুলাই- ‘এ’ দলের ১ম ওয়ানডে, স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম
১২ জুলাই- জাতীয় দলের ৩য় ওয়ানডে, স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম
১৩ জুলাই- ‘এ’ দলের ২য় ওয়ানডে, কুলিজ ক্রিকেট গ্রাউন্ড
১৫ জুলাই- জাতীয় দলের ৪র্থ ওয়ানডে, স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম
১৬ জুলাই- ‘এ’ দলের ৩য় ওয়ানডে, কুলিজ ক্রিকেট গ্রাউন্ড
১৮ জুলাই- জাতীয় দলের ৫ম ওয়ানডে, কুলিজ ক্রিকেট গ্রাউন্ড।