

প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, ড্যানিয়েল সামস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন- এই ৭ অজি তারকা ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এই সাত জন ও স্টিভ স্মিথকে ছাড়াই ১৮ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে অজি নির্বাচকরা।
ক্রিকেটারদের সরিয়ে নেওয়া অবাক করেছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। তবে করোনা পরিস্থিতিতে বায়ো বাবলে থাকার কারণে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে তা মেনে নিচ্ছেন তিনি।
রেডিও স্টেশন এসইএন ডব্লিউএ কে অ্যারন ফিঞ্চ বলেন, ‘আমি কিছুটা বিস্মিত হয়েছিলাম। আমি তাদের সবার সঙ্গে কথা বলেছি- আমি কিছুটা বিস্মিত, তবে তাদের এমন সিদ্ধান্ত নেবার কারণ বোধগম্য হয়।’
গেল মাসে আইপিএল স্থগিত হয় করোনা পরিস্থিতির কারণে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বর ও অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ।
দেশের হয়ে না খেলে আইপিএলে খেললে তখন সেই সিদ্ধান্তকে জাস্টিফাই করা কঠিন হয়ে পড়বে ম্যাক্সওয়েলদের জন্য- এমনটাই ভাবছেন ফিঞ্চ।
তিনি বলেন, ‘আমি মনে করি তাদের আইপিএলের ২য় অংশ খেলতে যাওয়া জাস্টিফাই করা কঠিন হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ খেলাতে ঠাঁসা গ্রীষ্ম আছে সামনে।’
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াডঃ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।
রিজার্ভ- নাথান এলিস, তানভীর সাঙ্গা।
প্রিলিমিনারি স্কোয়াডে ছিলেন তবে চূড়ান্ত স্কোয়াডে নেই-
প্যাট কামিন্স, ক্যামেরুন গ্রিন, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’অর্চি শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার।