

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (ডিপিএল) ২০১৯-২০ এ বৃষ্টি বাঁধা পিছুই ছাড়ছেনা। সকালে সুপার লিগের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পাশাপাশি স্থগিত হল রেলিগেশন পর্বের প্রথম ম্যাচও।
মিরপুরে ১.৩ ওভার মাঠে গড়ানোর পর বৃষ্টি বাঁধায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার সুপার লিগের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। সমান একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দল দুইটি।
তবে বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হলেও কোনো বলই গড়ায়নি রেলিগেশন পর্বের লেজেন্ডস অব রুপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে। তবে নিয়মানুসারে বল মাঠে না গড়ানোয় ম্যাচটি পরবর্তী যেকোনো সুবিধাজনক সময়ে আবারও আয়োজন হবে।
তার আগে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল লেজেন্ডস অব রুপগঞ্জ। যদিও পরবর্তীতে শুরু হওয়া ম্যাচে আবারও টস হবে।
রাউন্ড রবিন পর্বে লেজেন্ডস অব রুপগঞ্জ ১১ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে ছিল যেখানে কোন ম্যাচ না জেতা পারটেক্স ১ পয়েন্ট (বৃষ্টির কারণে এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায়) নিয়ে ছিল টেবিলের তলানিতে। রেলিগেশন পর্বে খেলা আরেক দল ওল্ড ডিওএইচএস।