

ইনিংসের শুরুতেই ৩ ব্যাটসম্যানকে হারিয়ে ধাক্কা খেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে অধিনায়কোচিত ইনিংস খেলে সেই ধাক্কা ভালোই সামাল দেন ডিন এলগার। প্রতিরোধ গড়ে প্রথম ম্যাচের ম্যাচসেরা কুইন্টন ডি কক অপরাজিত ৫৯ রানে। শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচরা বল হাতে প্রথম সেশনে দাপট দেখালেও পরের দুই সেশনে ম্যাচে ফিরে আসে প্রোটিয়া’রা।
সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার রান ৮২ ওভারে ৫ উইকেটে ২১৮। কুইন্টন ডি কক অপরাজিত আছেন ৫৯ রানে।
That's stumps on a rollercoaster opening day in St Lucia.
Honours shared on day one, with Dean Elgar and Quinton de Kock notching half-centuries after an early flurry from the West Indies attack.#WIvSA | https://t.co/XXnbG3DaN6 | #WTC21 pic.twitter.com/WuCeTiykSq
— ICC (@ICC) June 18, 2021
বৃষ্টি বাগড়ায় টস হয় দেরিতে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে শুরুতেই বিপাকে পড়ে প্রোটিয়ারা। ওপেনার এইডেন মার্করামকে শূন্য রানে নিজের প্রথম ওভারেই সাজঘরে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল। এ নিয়ে টেস্টে ৬ষ্ঠ বারের মতো শূন্য রানে আউট হলেন মার্করাম। টসে হেরে ব্যাটিংয়ে নামার পর স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই যদি উইকেট হারাতে হয়, তাহলে সেটি বড় আঘাত হয়েই আসে।
এরপর আবার বৃষ্টি বাঁধা। বিরতির পর জেইডেন সিলস তুলে নেন কিগান পিটারসেনের (৭) উইকেট। ভ্যান ডার ডুসেনকে (৭) বোল্ড করে দক্ষিণ আফ্রিকাকে বিপাকে ফেলে দেন কেমার রোচ। তখন দক্ষিণ আফ্রিকা ধুঁকছে স্কোরবোর্ডে ৩ উইকেটে ৩৭ রান নিয়ে।
এরপর ডিন এলগার ও কাইল ভেরেইনার ব্যাটে লড়াইয়ে ফিরে প্রোটিয়া’রা। চতুর্থ উইকেট জুটিতে এ দু’জন যোগ করেন ৮৭ রান। তবে ভেরেইনা ২৭ রান করে উইকেট হারান গ্যাব্রিয়েলের দ্বিতীয় শিকার হয়ে।
প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান কুইন্টন ডি’কক ফের ক্রিজে নেমে আক্রমনাত্মক মেজাজে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে ব্যাট করে। তুলে নেন অর্ধশতরান। দিনের শেষে তিনি অপরাজিত রয়েছেন ৫৯ রানে। তবে লড়াকু ৭৭ রানের ইনিংস খেলে শেষ সময়ে এসে কাইল মায়ের্সের শিকার হন ওপেনার ডিন এলগার। ডিক ককের সঙ্গে গড়া ৭৯ রানের জুটিও ভাঙ্গে তাতে। ২৩৭ বলে ৭৭ রানের ইনিংসে এলগার বাউন্ডারি হাঁকান ৮টি।
শুরুর ধাক্কা সামলে এলগার, ককের ব্যাটে ম্যাচে ফিরে আসে প্রোটিয়ারা। দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহে ২১৮ রান, পাঁচ উইকেট হারিয়ে।
উইন্ডিজের হয়ে বল হাতে শ্যানন গ্যাব্রিয়েলের দখলে ২ উইকেট, এছাড়া কেমার রোচ, কাইল মায়ের্স ও জেইডেন সিলসের শিকার ১টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ (প্রথম দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসঃ ২১৮/৫ (৮২ ওভার) এলগার ৭৭, মার্করাম ০, পিটারসেন ৭, ডুসেন ৭, ভেরেইনা ২৭, ডি কক ৫৯*, মুল্ডার ২*; রোচ ১৬-৬-৩৩-১, গ্যাব্রিয়েল ১২-৩-৪৭-২, সিলস ১৪-৪-২৮-১, মায়ের্স ১১-৩-২৪-১।