

নুর আহমেদের বোলিং জাদুতে পাকিস্তান সুপার লিগে ৪র্থ জয় পেল করাচি কিংস। লাহোর কালান্দার্সকে তারা হারিয়েছে ৭ রানের ব্যবধানে। এ জয়ের ফলে কোয়ালিফায়ারে আশা টিকে থাকলো বাবর আজমের দলের।
প্রথমে ব্যাটিংয়ে নেমে করাচি কিংস সংগ্রহ করে ৫ উইকেটে ১৭৬ রান। সর্বোচ্চ ৫৪ রান অধিনায়ক বাবর আজমের, মার্টিল গাপটিল করেন ৪৩ রান। এছাড়া শেষদিকে ইমাদ ওয়াসিম ১৯ বলে ৩০ রানে ঝড়ো ইনিংস খেলেন।
কালান্দার্সের রাশিদ খান নেন ২ উইকেট।
১৭৭ রানের জবাবে খেলতে নেমে টিম ডেভিড ও জেমস ফকনারের ব্যাটিং ঝড়ের পরও ১৬৯ রানে থামতে বাধ্য হয় কালান্দার্স। ডেভিড ১৪ বলে ৩৪ এবং ফকনার ১৮ বলে ৩৩ রান করেন। এছাড়া মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে ৩৬ রান।
আফগানিস্তানের বামহাতি স্পিনার নুর আহমেদের ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন মূল্যবান ২টি উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও যায় ১৬ বছর বয়সী এ টিনএজ বোলারের দখলে। এছাড়াও মোহাম্মদ ইলিয়াসও নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
করাচি কিংসঃ ১৭৬/৫ (২০), শারজিল ১৩, বাবর ৫৪, গাপটিল ৪৩, নাজিবুল্লাহ ০, ওয়ালটন ১০, ইমাদ ৩০*, আজিজ ১৬*; শাহীন আফ্রিদি ৪-০-৪১-১, ফকনার ৪-০-২৭-০, রউফ ৪-০-৪১-০, রাশিদ ৪-০-২৫-২, দানিয়াল ৩-০-৩৪-১, হাফিজ ১-০-৪-১
লাহোর কালান্দার্সঃ ১৬৯/৭ (২০), ফখর ১৯, সোহেল ২১, হাফিজ ৩৬, সালমান ১, ডাঙ্ক ৬, ডেভিড ৩৪, ফকনার ৩৩, রাশিদ ১১*, শাহীন আফ্রিদি ০*; ইমাদ ৪-০-৩১-১, আমির ৪-০-৩১-০, ইলিয়াস ৪-১-৪১-২, আব্বাস ২-০-২৯-১, নুর ৪-০-১৯-২, আজিজ ২-০-১৫-০
ফলাফলঃ করাচি কিংস ৭ রানে জয়ী
ম্যাচ সেরাঃ নুর আহমেদ (করাচি কিংস)।