

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল। আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ম্যাচের আগের দিন আজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোহলিদের চূড়ান্ত একাদশ ঘোষণা করল। ফিরলেন শামি, একাদশে নেই মোহাম্মদ সিরাজ।
ট্রফি জিতে ইতিহাসের পাতায় নাম লেখানোর জন্য প্রস্তুত ভারত ও নিউজিল্যান্ড দুই দলই। কাল শুক্রবার থেকে সাউদ্যাম্পটনের রোজ বোলের মাঠে শুরু হবে মেগা ফাইনাল। মহারণে নামার আগে ভারতীয় দলে একাদশ ঘোষণা করে দিয়েছে একাধিক চমক।
চোট সারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মোহম্মদ শামি। তার পেস ও সুইং ইংল্যান্ডের উইকেটে বড় ভরসা হতে চলেছে টিম ইন্ডিয়ার। নিজেকে আরও একবার প্রমাণ করার জন্য মরিয়া শামি।
আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল।
ভারত একাদশঃ
ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুবমান গিল, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রিশাব পান্ট, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি।
🚨 NEWS 🚨
Here’s #TeamIndia‘s Playing XI for the #WTC21 Final 💪 👇 pic.twitter.com/DiOBAzf88h
— BCCI (@BCCI) June 17, 2021