

শান মাসুদের দায়িত্বশীল ব্যাটিং এবং বোলারদের কল্যানে বড় জয় পেয়েছে মুলতান সুলতান্স। পয়েন্ট টেবিলের তলানির দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুলতান সুলতান্স। ম্যাচ সেরা র পুরস্কার পাওয়া শান মাসুদ ৪২ বলে ৭ চার ও ৪ ছয়ে ৭৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়াও ২৪ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস উপহার দেন ক্যারিবিয়ান রিক্রুট জনসন চার্লস।
গ্ল্যাডিয়েটর্সের খুররাম শেহজাদ ২টি উইকেট নেন।
১৮৪ রানের বড় সংগ্রহ তাড়া করতে নেমে কখনোই স্বস্তিতে ছিল না গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং। সুলতান্সের বোলারদের দূরদর্শী বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। মাত্র ৭৩ রানেই যবনিকাপাত ঘটে গ্ল্যাডিয়েটর্সের ইনিংস।
সর্বোচ্চ ১৯ রান আসে জ্যাক উইদারাল্ডের ব্যাট থেকে। এছাড়া ১৩ রান করেন অধিনায়ক সরফরাজ আহমেদ।
৩ উইকেট নিয়ে সুলতান্সের সবচেয়ে সফল বোলার দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহির। এছাড়া ইমরান খান নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
মুলতান সুলতান্সঃ ১৮৩/৫ (২০), মাসুদ ৭৩, রিজওয়ান ২১, মাকসুদ ৫, চার্লস ৪৭, রাইলি ২, খুশদিল ২০*, তানভির ২*; উসমান ৪-০-৩৫-০, নওয়াজ ৩-০-৩২-১, হাসনাইন ৪-০-৪৪-০, জহির ৪-০-২৫-১, শেহজাদ ৪-০-২৬-২, হাসান ১-০-১৬-১
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সঃ ৭৩/১০ (১২.১), উইদারাল্ড ১৯, উসমান ১২, ডেলপোর্ট ০, সরফরাজ ১৩, আজম ২, নওয়াজ ১০, হাসান ০, উসমান ৭, শেহজাদ ০, হাসনাইন ১*, জহির ৫; মুজারাবানি ২-০-৮-১, তানভির ৩-০-২৮-১, ধানি ৩.১-০-১৫-১, ইমরান ২-০-১৩-২, তাহির ২-১-৭-৩
ফলাফলঃ মুলতান সুলতান্স ১১০ রানে জয়ী
ম্যাচ সেরাঃ শান মাসুদ (মুলতান সুলতান্স)।