

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (ডিপিএল) ২০১৯-২০ এর সুপার লিগে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের অনেকটা নিশ্চিত। রাউন্ড রবিন পর্ব খেলে সাকিব যুক্তরাষ্ট্রে ফিরছেন পরিবারের সাথে এমন গুঞ্জন অনেক দিন ধরেই। তবে এতদিন তার দল মোহামেডান জানিয়ে আসছিল তারা চূড়ান্ত কিছু জানেনা। এবার ক্লাবটির ক্রিকেট কমিটির সেক্রেটারি জানালেন তারা ইতোমধ্যে সাকিবের ছুটির আবেদন পেয়েছেন।
এ প্রসঙ্গে ক্লাবের ক্রিকেট কমিটির সেক্রেটারি সেলিম শাহেদ ‘ক্রিকেট৯৭’ কে বলেন, ‘সাকিব আজ তো খেলছে (রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচ)। তবে আমাদেরকে সে চিঠি দিয়েছে সুপার লিগে খেলতে চায়না এটা উল্লেখ করে। মূলত সে চিঠিতে উল্লেখ করেছে তিন মাস ধরে টানা বায়ো বাবলে আছে যা তাকে মানসিকভাবে অবসাদগ্রস্থ করছে।’
‘দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে, তাই সে চায় সামনের সময়টা অন্তত পরিবারের সাথে কাটাতে। আসলে এটাতো মানবিক একটা ব্যাপারও। সেদিক থেকে আমাদের ভাবতে হচ্ছে। তবে এটাতো একক কোন সিদ্ধান্ত না, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব। দেখা যাক।’
এদিকে গুঞ্জন আছে সাকিব আল হাসান আগামীকালই রওয়ানা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। সেখান থেকে সরাসরি যোগ দিবেন জিম্বাবুয়ে সফরের দলের সাথে।
তবে মোহামেডান তাকে মানবিক দিক আমলে নিয়ে ছাড়লেও, বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান এ বিষয়ে সোজা কোন উত্তর দিতে নারাজ।
আজ (১৭ জুন) মিরপুরে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি এরকম কিছু শুনিনি। এটা সাকিবকে জিজ্ঞেস করলেই ভালো হয়।’