

চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (ডিপিএল) ২০১৯-২০ এর প্রায় প্রতি ম্যাচেই থাকছে বৃষ্টির বাগড়া। রাউন্ড রবিন পর্বের শেষ রাউন্ডেও চলছে বৃষ্টির দাপট। মিরপুরে ১০ ওভারে নেমে আসা ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে সহজ ম্যাচ কঠিন করে হারালো পয়েন্ট টেবিলের শীর্ষ দল প্রাইম ব্যাংক।
আগে ব্যাট করতে নেমে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬১ রান তোলে। এরপর নামে বৃষ্টি, ফের খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য কমে ১০ ওভারে নেমে আসে। এতে আর ১ ওভার ব্যাট করে খেলাঘর পায় ৫ উইকেটে ৬৮ রানের সংগ্রহ।
বৃষ্টি আইনে তামিম ইকবালদের জন্য লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ৭৪। যা রনি তালুকদারের ঝড়ো ব্যাটিংয়ে সহজে তাড়া করতে গিয়েও শেষদিকে খেই হারিয়ে ৫ উইকেটে জয় পায় প্রাইম ব্যাংক।
খেলাঘরের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩১ রান আসে শাহরিয়ার কমলের ব্যাট থেকে। ২৫ বলে ৪ চার ১ ছক্কায় ইনিংসটি সাজান কমল। এ ছাড়া ১০ রান আসে রাফসান আল মাহমুদের ব্যাট থেকে। বলার মত রান নেই আর কারও, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফিরেছেন খালি হাতে। প্রাইম ব্যাংকের হয়ে নাহিদুল ইসলাম দুইটি ও মনির হোসেন একটি উইকেট নেন।
জবাবে ৫ ওভারেই প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ইকবাল ও রনি তালুকদার তুলে ফেলে ৪৮ রান। যেখানে ঝড় তুলেছেন রনি, রান আউটে কাটা পড়ার আগে ১৯ বলে ৭ চার ১ ছক্কায় খেলেন ৩৯ রানের ইনিংস। ৩ রানের ব্যবধানে ফিরে যায় তামিমও (৯)। এরপর ইফরান হোসেনের করা ৯ম ওভারে আরও ৩ উইকেট হারায় প্রাইম ব্যাংক।
অধিনায়ক এনামুল হক বিজয় (১৭), মোহাম্মদ মিঠুন (১) ও নাহিদুল ইসলাম (১) ব্যর্থ হলেও অলক কপালিকে (০) নিয়ে রুবেল মিয়া (৫) বাকি কাজ সারেন ৫ বল হাতে রেখেই।
সংক্ষিপ্ত স্কোরঃ
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৬৮/৫ (১০), সাদিকুর ১, কমল ৩১*, মিরাজ ০, ফরহাদ ৮, রাফসান ১০, সালমান ৮ (রিটায়ার্ড হার্ট), মাসুম ০, রিশাদ ৪*; নাহিদুল ৩-০-১২-২, মনির ৩-০-২৪-১
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭৪/৫ (৯.১), রনি ৩৯, তামিম ৯, বিজয় ১৭, মিঠুন ১, নাহিদুল ১, কাপালি ০*, রুবেল ৫*; ইফরান ২-০-১৬-২, মাসুম ১.১-০-১৭-১
ফলাফলঃ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৫ উইকেটে জয়ী (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে)
ম্যাচসেরাঃ রনি তালুকদার (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব)।