

গত ১৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া জাতীয় দলের নির্বাচক প্যানেল। ৮ জুন উইন্ডিজদের বিপক্ষে সিরিজ ও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে পূর্বের স্কোয়াডে আরও ৬ জনের নাম যুক্ত করে তারা। আজ (১৬ জুন) ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
প্রিলিমিনারি স্কোয়াডে থাকা নাথান এলিস ও তানভীর সাঙ্গা দলের সঙ্গে যাবেন রিজার্ভ ক্রিকেটার হিসাবে।
গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ড্যানিয়েল শামস, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্স ভিন্ন ভিন্ন কারণে নিজেদেরকে বিবেচনা না করতে অনুরোধ করেছেন। কনুইয়ের ইনজুরির কারণে নেই স্টিভ স্মিথ। বাদ পড়েছেন ক্যামেরুন গ্রিন ও ডি’অর্চি শর্ট।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াডঃ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহ্রেন্ডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, রাইলি মেরেডিথ, বেন ম্যাকডারমট, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।
রিজার্ভ- নাথান এলিস, তানভীর সাঙ্গা।
The National Selection panel has named the 18-player squad for the Qantas Australian men’s white ball tours of the West Indies and Bangladesh.
Full release: https://t.co/pAV9fr7drd pic.twitter.com/JAGMYQrOy9
— Cricket Australia (@CricketAus) June 16, 2021
প্রিলিমিনারি স্কোয়াডে ছিলেন তবে চূড়ান্ত স্কোয়াডে নেই-
প্যাট কামিন্স, ক্যামেরুন গ্রিন, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডি’অর্চি শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডঃ
কাইরন পোলার্ড ( অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক ও সহ অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেদ ম্যকয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন, কেভিন সিনক্লেয়ার, ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ৯ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
২য় টি-টোয়েন্টি- ১০ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
৩য় টি-টোয়েন্টি- ১২ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
৪র্থ টি-টোয়েন্টি- ১৪ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
৫ম টি-টোয়েন্টি- ১৬ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
১ম ওয়ানডে- ২০ জুলাই, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
২য় ওয়ানডে- ২২ জুলাই, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
৩য় ওয়ানডে- ২৪ জুলাই, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আগস্টে বাংলাদেশে এসে ৫ টি টি-টোয়েন্টি খেলবে অজিরা।