

জিম্বাবুয়ের করোনা পরিস্থিতি খারাপ হয়েছে। তাই সেদেশের সরকার লকডাউন জারি করেছে, স্থগিত করতে বলা হয়েছে খেলাধুলার সমস্ত কার্যক্রম। এই নির্দেশনা আমলে এনে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) অস্থায়ীভাবে সকল ক্রিকেটীয় কার্যক্রম হোল্ড করে রেখেছে।
দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে জিম্বাবুয়ে এ দলের চলমান সিরিজও হোল্ড করে রাখেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে এই সিরিজ আসন্ন আন্তর্জাতিক সিরিজের আগে প্রস্তুতি হিসাবে দেখছিল জিম্বাবুয়ে ক্রিকেট। তাই জিম্বাবুয়ে ক্রিকেট সরকারের কাছে স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন কমিশনের মাধ্যমে আপিল করেছে এই সিরিজ চালিয়ে যাবার অনুমতি চেয়ে।
যদিও জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে প্লেয়ার, সাপোর্ট স্টাফ ও সম্প্রদায়ের স্বাস্থ্য ও নিরাপত্তা তাদের প্রধান প্রায়োরিটি।
JUST IN | Following a directive to suspend all sporting activities as part of the latest #Covid19 lockdown restrictions, @ZimCricketv has temporarily put on hold all cricket activities including the four-day match between Zimbabwe A and South Africa A pending an appeal#ZIMAvSAA pic.twitter.com/xjRc464IOU
— Zimbabwe Cricket (@ZimCricketv) June 14, 2021
(2/2) However, ZC has lodged an urgent appeal to the Government, through the Sports and Recreation Commission, for permission to complete the ongoing four-day match between South Africa A and Zimbabwe A.
Further updates will be provided when appropriate.
— Cricket South Africa (@OfficialCSA) June 14, 2021
আগামী মাসে ৩ ফরম্যাটের পুর্নাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাবার কথা রয়েছে বাংলাদেশ দলের।