

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ এ ৮ম রাউন্ডে এসে নিজেদের ৫ম জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ (১৩ জুন) লেজেন্ডস অব রুপগঞ্জকে বৃষ্টি আইনে ৭ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
এই জয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে উঠে এসেছে শেখ জামাল।৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১০ নম্বরে রুপগঞ্জ।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ৩ নম্বর গ্রাউন্ডে টসে জিতে আগে লেজেন্ডস অব রুপগঞ্জকে ব্যাট করতে পাঠায় শেখ জামাল। সাব্বির রহমান (৩১ বলে ৪১), নাইম ইসলাম (১৯ বলে ৩০*) রা রান পেলেও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ এর বেশি রান করতে পারেনি রুপগঞ্জ।
শেখ জামালের পক্ষে ২ টি করে উইকেট নেন সৈকত আলি ও সালাউদ্দিন শাকিল। যদিও শাকিলের বলে সাব্বিরের কট বিহাইন্ড আউট নিয়ে হয়েছে বিতর্ক।
বল হাতে ২ উইকেট নেওয়া সৈকত আলি ব্যাট হাতে ওপেন করতে নেমে করেন ৩০ বলে ৪৩ রান। অপর ওপেনার নাসির হোসেন (৭) ও ইমরুল কায়েস (১১) রান না পেলেও অধিনায়ক নুরুল হাসান সোহান খেলেন ৩০ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস।
বৃষ্টি বাগড়ার পরে ১৮ ওভারে শেখ জামাল ১২৭ রান করতে পারে। বৃষ্টি আইনে ৭ রানে জেতে তারা, ম্যাচসেরা হন সৈকত আলি।
সংক্ষিপ্ত স্কোরঃ
লেজেন্ডস অব রুপগঞ্জ ১৩৭/৬ (২০), পিনাক ১৭, জাকের ১৯, সাব্বির ৪১, আল আমিন ১৯, নাইম ৩০*, গাজী ৩, মুক্তার ৬, সানজামুল ১*; এবাদত ৪-০-২৭-১, সালাউদ্দিন ৪-০-২৩-২, শুভ ২-০-২৫-১, সৈকত ৪-০-২৪-২
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১২৭/৪ (১৮), সৈকত ৪৩, নাসির ৭, ইমরুল ১১, নুরুল ৪৪*, সানি ১৭; শহিদ ৪-০-৩৮-১, হোসেন ৩-০-২৮-২
ফলাফলঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৭ রানে জয়ী (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে)
ম্যাচসেরাঃ সৈকত আলি (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)।