৫ম জয়ে ৫ নম্বরে উঠল শেখ জামাল

ব্যাটে-বলে আলো ছড়িয়ে শেখ জামালকে জেতালেন জিয়া
Vinkmag ad

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ এ ৮ম রাউন্ডে এসে নিজেদের ৫ম জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ (১৩ জুন) লেজেন্ডস অব রুপগঞ্জকে বৃষ্টি আইনে ৭ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।

এই জয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে উঠে এসেছে শেখ জামাল।৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১০ নম্বরে রুপগঞ্জ।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ৩ নম্বর গ্রাউন্ডে টসে জিতে আগে লেজেন্ডস অব রুপগঞ্জকে ব্যাট করতে পাঠায় শেখ জামাল। সাব্বির রহমান (৩১ বলে ৪১), নাইম ইসলাম (১৯ বলে ৩০*) রা রান পেলেও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ এর বেশি রান করতে পারেনি রুপগঞ্জ।

শেখ জামালের পক্ষে ২ টি করে উইকেট নেন সৈকত আলি ও সালাউদ্দিন শাকিল। যদিও শাকিলের বলে সাব্বিরের কট বিহাইন্ড আউট নিয়ে হয়েছে বিতর্ক।

বল হাতে ২ উইকেট নেওয়া সৈকত আলি ব্যাট হাতে ওপেন করতে নেমে করেন ৩০ বলে ৪৩ রান। অপর ওপেনার নাসির হোসেন (৭) ও ইমরুল কায়েস (১১) রান না পেলেও অধিনায়ক নুরুল হাসান সোহান খেলেন ৩০ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস।

বৃষ্টি বাগড়ার পরে ১৮ ওভারে শেখ জামাল ১২৭ রান করতে পারে। বৃষ্টি আইনে ৭ রানে জেতে তারা, ম্যাচসেরা হন সৈকত আলি।

সংক্ষিপ্ত স্কোরঃ

লেজেন্ডস অব রুপগঞ্জ ১৩৭/৬ (২০), পিনাক ১৭, জাকের ১৯, সাব্বির ৪১, আল আমিন ১৯, নাইম ৩০*, গাজী ৩, মুক্তার ৬, সানজামুল ১*; এবাদত ৪-০-২৭-১, সালাউদ্দিন ৪-০-২৩-২, শুভ ২-০-২৫-১, সৈকত ৪-০-২৪-২

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১২৭/৪ (১৮), সৈকত ৪৩, নাসির ৭, ইমরুল ১১, নুরুল ৪৪*, সানি ১৭; শহিদ ৪-০-৩৮-১, হোসেন ৩-০-২৮-২

ফলাফলঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৭ রানে জয়ী (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে)

ম্যাচসেরাঃ সৈকত আলি (শেখ জামাল ধানমন্ডি ক্লাব)।

৯৭ প্রতিবেদক

Read Previous

মুনিম শাহরিয়ারের ব্যাটে চড়ে প্রাইম ব্যাংককে হারাল আবাহনী

Read Next

বাজে আম্পায়ারিংয়ের সমাধানে দুর্জয়ের ভাষ্য

Total
1
Share