

ডিপিএলে আজ মোহামেডান-ওল্ড ডিওএইচএস ম্যাচের ভেন্যু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পৌঁছানোর পথে সাভার ইপিজেডে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত হন ম্যাচ রেফারি।
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডানের বিপক্ষে ওল্ড ডিওএইচএসের ম্যাচ ছিল বিকেএসপির চার নম্বর মাঠে। খেলা শুরুর আগে দুই দলের সঙ্গে আম্পায়ার ও ম্যাচ রেফারিরা বিকেএসপির উদ্দেশ্যে ঢাকা হতে রওয়ানা দেয়।
সড়ক অবরোধ করায় সাভারে পোশাক শ্রমিকদের বাঁধার মুখে পড়ে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বহনকারী বাস। শ্রমিকদের বিক্ষোভের এক সময় ম্যাচ রেফারি আহত হন। তবে ওল্ড ডিওএইচএসের টিম বাস অল্পের জন্যে আন্দোলনের সামনে পড়েনি। দু’দলই ঠিকভাবে বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে এসে পৌঁছায়।
সকাল ৯টায় ম্যাচ শুরুর কথা থাকলেও শুরু করা যায়নি যথাসময়ে। টস হয়েছে নির্ধারিত সময়ের পর। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ওল্ড ডিওএইচএস।