

ইসলামাবাদ ইউনাইটেডের পেসার হাসান আলি পিএসএল ২০২১ এর বাকি অংশ না খেলেই বাড়ি ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন। চলমান পিএসএলের মাঝেই বায়ো-বাবল ছেড়ে ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে ফিরে যাচ্ছেন হাসান।
২০২১ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখন পর্যন্ত যৌথ তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হাসান আলি।
ইসলামাবাদ ইউনাইটেড বিবৃতি দিয়ে হাসান আলির পাকিস্তানে ফেরার খবর নিশ্চিত করেন। ঘোষিত বিবৃতিতে হাসান আলি বলেছেন,
‘আমি ইসলামাবাদ ইউনাইটেডের সকল সমর্থকদের বলতে চাই, দুর্ভাগ্যক্রমে ব্যক্তিগত কারণে আমি বাকি পিএসএল ম্যাচগুলি খেলতে পারবো না। কিছু কিছু ক্রিকেটের চেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। আমি ইসলামাবাদ ইউনাইটেডের কাছে কৃতজ্ঞ। আমি দলের সেরা কামনা করছি বাকি পিএসএল ম্যাচগুলোর জন্য।’
তবে করোনা সংকটের এই সময়ে হাসান আলির জায়গায় নতুন কাউকে দলে যোগ করা প্রায় অসম্ভব। বায়ো-বাবল ইস্যুতে পাকিস্তান থেকে অন্য কোন খেলোয়াড়কে এখন সংযুক্ত আরব-আমিরাতে উড়িয়ে এনে খেলানো সম্ভব নয় বলেই স্কোয়াডে থাকা ক্রিকেটারদের উপর আস্থা রাখতে হচ্ছে ইসলামাবাদ ফ্র্যাঞ্জাইজি।
চলমান পিএসএল আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচের ৪ জয়ে ইসলামাবাদ ইউনাইটেড অবস্থান করছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে।