সাকিব ইস্যুতে সমালোচনার ঝড়

সাকিব বিতর্কের সুরাহা করতে ম্যাচ রেফারির রিপোর্টের অপেক্ষায় সিসিডিএম
Vinkmag ad

ক্রিকেট পাড়ায় আবারো সমালোচনার মুখে সাকিব আল হাসান। প্রথমে লাথি মেরে স্টাম্প ভাঙলেন, পরে তুলে আছাড়ও মারলেন সাকিব! মাঠে সাকিবের করা আচরণকে প্রশ্নবিদ্ধ ও ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলে আখ্যা দিয়ে সমালোচনা করছেন ক্রিকেট বিশ্লেষক, সমর্থক ও প্রাক্তন ক্রিকেটাররা।

মিরপুরে আবাহনীর বিরুদ্ধে ম্যাচে মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান মেজাজ হারিয়ে পরপর দুইবার আম্পায়ারের উপর ঝাড়লেন রাগ। প্রথম দফায় লেগ বিফোরের আবেদনে আম্পায়ার আউট না দেয়ায় লাথি দিয়ে স্টাম্প ভাঙলেন। পরের বার রাগে উপড়ে ফেলেন তিন স্টাম্পই। বিবাদে জড়িয়েছেন প্রতিপক্ষ কোচ খালেদ মাহমুদ সুজনের সাথেও।

সাকিব অবশ্যই দোষ করেছেন। নিজের ভুল বুঝে ক্ষমাও চেয়েছে। প্রয়োজনে তাঁকে শাস্তি দেওয়া হবে। তবে এরমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সাকিব ইস্যুতে সমালোচনার ঝড়।

৯৭ ডেস্ক

Read Previous

অলরাউন্ড নৈপুণ্যে গাজী গ্রুপের জয়ের নায়ক মেহেদী

Read Next

ইনিংস হারের শঙ্কায় স্বাগতিক উইন্ডিজ

Total
2
Share