

পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে বছর দুয়েক আগে। করোনা প্রভাবে মাঝপথে কার্যক্রমে ব্যাঘাত ঘটলেও আবারও শুরু হয়েছে পুরোদমে। লক্ষ্য ২০২৩ সালেই যেন আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করা যায়। বিসিবির আসন্ন বোর্ড সভাতেও মূল এজেন্ডার একটি শেখ হাসিনা স্টেডিয়ামের অগ্রগতি মূল্যায়ণ।
এদিকে মঙ্গলবার বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ। আয়োজনের আগ্রহ প্রকাশ করতে হলেও আইসিসির কাছে পর্যাপ্ত মাঠ, সুযোগ সুবিধা তুলে ধরতে হয়। বলা হচ্ছে সে লক্ষ্যেই দেশের অন্যতম বড় ক্রীড়া প্রকল্প শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে সচেষ্ট বিসিবি।
নানা কারণেই এবারের বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ। যে কারণে এজেন্ডা প্রস্তুত করে সভার তারিখ নির্ধারণেও হচ্ছে দেরি। তবে চলতি মাসের তৃতীয় সপ্তাহেই বোর্ড সভা হতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে। যেখানে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, চলতি বছর বোর্ডের নির্বাচন পূর্ববর্তী বার্ষিক সাধারন সভার (এজিএম) তারিখ নির্ধারণ সহ থাকছে শেখ হাসিনা স্টেডিয়াম ইস্যু সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু এজেন্ডা।
মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এ মাসেই (বোর্ড সভা) হবে। বোর্ড সভার এজেন্ডা গুলো তৈরি করা হচ্ছে, খুব শীঘ্রয়ই জানতে পারবেন। এই মাসের যেকোনো একটা দিন হবে, সেটা দুই একদিনের মধ্যে জানা যাবে।’
‘এখানে কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলাপ আলোচনা হবে, সাথে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আলোচনা হতে পারে। এজিএমের একটা তারিখ নির্ধারণ করতে হবে আমাদের। শেখ হাসিনা স্টেডিয়াম কোন অবস্থায় আছে এখন সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা কি করতে যাচ্ছি…কারণ করোনা মহামারীর কারণে আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে মূল এজেন্ডা।’