

গত ১৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া জাতীয় দলের নির্বাচক প্যানেল। আজ (৮ জুন) উইন্ডিজদের বিপক্ষে সিরিজ ও বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে পূর্বের স্কোয়াডে আরও ৬ জনের নাম যুক্ত করেছে তারা।
বেন ম্যাকডারমট, ড্যান ক্রিশ্চিয়ান, ক্যামেরুন গ্রিন, অ্যাশটন টার্নার, ওয়েস অ্যাগার ও নাথাল এলিস নতুন করে যুক্ত হয়েছেন। প্রাথমিক স্কোয়াড হয়েছে ২৯ সদস্যের।
আগামী ২৮ জুন চার্টার্ড ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাবে অজিরা। তার আগে এই স্কোয়াড থেকে বেশ কিছু নাম কাটা যাবে।
অস্ট্রেলিয়ার প্রিলিমিনারি স্কোয়াড-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েজ অ্যাগার, জেসন বেহরেন্ড্রফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, প্যাট কামিন্স, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি’অর্চি শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুইপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।
The National Selection Panel has added Ben McDermott, Dan Christian, Cameron Green, Ashton Turner, Wes Agar and Nathan Ellis to the preliminary list of players for the Qantas Australian men’s white ball tours of the West Indies and Bangladesh.
MORE | https://t.co/b01CBo9bSH pic.twitter.com/ZcLkI31tcF
— Cricket Australia (@CricketAus) June 8, 2021
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডঃ
কাইরন পোলার্ড ( অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক ও সহ অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, এভিন লুইস, ওবেদ ম্যকয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন, কেভিন সিনক্লেয়ার, ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিঃ
১ম টি-টোয়েন্টি- ৯ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
২য় টি-টোয়েন্টি- ১০ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
৩য় টি-টোয়েন্টি- ১২ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
৪র্থ টি-টোয়েন্টি- ১৪ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
৫ম টি-টোয়েন্টি- ১৬ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
১ম ওয়ানডে- ২০ জুলাই, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
২য় ওয়ানডে- ২২ জুলাই, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
৩য় ওয়ানডে- ২৪ জুলাই, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আগস্টে বাংলাদেশে এসে ৫ টি টি-টোয়েন্টি খেলবে অজিরা।