

দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি চালু করেছে প্লেয়ার অব দ্য মান্থ প্রথা। পুরুষ ও নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের বিচারে আইসিসি বেছে নেয় মাসের সেরা ক্রিকেটার। তিন ফরম্যাটই আসে বিবেচনায়।
২০২১ সালের মে মাসের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
পুরুষ বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন- হাসান আলি (পাকিস্তান), প্রবীন জয়াবিক্রমা (শ্রীলঙ্কা) ও মুশফিকুর রহিম (বাংলাদেশ)।
নারী বিভাগের মনোনয়ন তালিকায় রয়েছেন- ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড), গ্যাবি লুইস ও লিহ পল (আয়ারল্যান্ড)।
মে মাসে পাকিস্তানের হাসান আলি জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট খেলে ১৪ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার প্রবীন জয়াবিক্রমা বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১ টেস্ট, যেখানে তিনি ১৬.১১ গড়ে নিয়েছেন ১১ উইকেট। অভিষেকে তার রেকর্ড গড়া বোলিংয়ে ভর করে বাংলাদেশকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা।
মে মাসে বাংলাদেশের মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে ১ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন। ওয়ানডে সিরিজে ফর্মের তুঙ্গে থাকা মুশফিকের ব্যাটে চড়েই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জেতে বাংলাদেশ। মুশফিক করেন ১ টি করে ফিফটি ও সেঞ্চুরি।
মুশফিকই প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন।
নারীদের মধ্যে অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস মে মাসে স্কটল্যান্ডের প্রথম ক্রিকেটার (নারী ও পুরুষ মিলিয়ে) হিসাবে আইসিসি র্যাংকিংয়ে ব্যাটসম্যান বা বোলারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন। আইরিশ নারীদের সঙ্গে ৪ টি-টোয়েন্টি খেলে ৯৬ রান ও ৫ উইকেট নেন তিনি।
আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ৪ টি-টোয়েন্টিতে ১১৬ স্ট্রাইক রেটে করেন ১১৬ রান। তার স্বদেশী লিহ পল ৪.৪৪ ইকোনমিতে নেন ৯ উইকেট।
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এর ভোটিং প্রসেসঃ
দুই ক্যাটাগরিতে (নারী ও পুরুষ) মনোনীতরা শর্টলিস্টেড হন এক মাসে অন ফিল্ডে তাদের পারফরম্যান্স ও মাসে তাদের অর্জন দিয়ে।
মনোনীতরা আইসিসির স্বাধীন ভোটিং অ্যাকাডেমি ও বিশ্বজুড়ে সমর্থকদের ভোট পান। সর্বোচ্চ ভোট পাওয়া ক্রিকেটার হন আইসিসি ক্রিকেটার অব দ্য মান্থ। ভোটিং অ্যাকাডেমি তাদের ভোট দেন ই-মেইলের মাধ্যমে, ভোটের ৯০ শতাংশ নির্ধারিত হয় তাদের ভোটের মাধ্যমে। বাকি ১০ শতাংশ থাকে সমর্থকদের আওতায়।
আইসিসি প্রতি মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের ডিজিটাল চ্যানেলে।
আইসিসি ভোটিং অ্যাকাডেমিঃ
আফগানিস্তান- হামিদ কাইয়ুমি ও জাভেদ হাকিম, অস্ট্রেলিয়া- মেলিন্দা ফারেল ও লিসা স্থালেকার, বাংলাদেশ- তারেক মাহমুদ ও মোহাম্মদ ইসাম, ইংল্যান্ড- এলিজাবেথ এমন ও ক্লেয়ার টেইলর, আয়ারল্যান্ড- ইয়ান চালেন্ডার ও ইসোবেল জয়েস, ভারত- অন্বেষা ঘোষ ও ভিভিএস লক্ষণ, নিউজিল্যান্ড- মার্ক গিন্টি ও জন রাইট, পাকিস্তান- ফাইজান লাখানি ও রমিজ রাজা, দক্ষিণ আফ্রিকা- ফিরদোস মুন্ডা ও মাখায়া এনটিনি, শ্রীলঙ্কা- নেভিল ভিক্টর অ্যান্থনি ও রাসেল আরনল্ড, ওয়েস্ট ইন্ডিজ- ইয়ান বিশপ ও মেরিসা অ্যাগুইলেইরা, জিম্বাবুয়ে- ট্রিস্টান হোম ও পুমেলেলো এম্বাঙ্গুয়া, অন্যান্য- পল রেডলি ও ডার্ক ন্যানেস।