

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (২০১৯-২০) এ নিজেদের ২য় জয় তুলে নিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। পঞ্চম রাউন্ডের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে তারা হারিয়েছে ১৬ রানের ব্যবধানে।
বৃষ্টি বাগড়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ৪ নম্বর গ্রাউন্ডে ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। টসে জিতে আগে ওল্ড ডিওএইচএসকে ব্যাটিংয়ে পাঠায় খেলাঘর।
ফর্মে থাকা আনিসুল ইসলাম ইমন খেলেন ২৭ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৪ রানের ইনিংস। তবে এদিন রান পাননি অপর ওপেনার রাকিন আহমেদ। তিনে নামা রায়ান রহমান ২১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন। কম যাননি মাহমুদুল হাসান জয়ও। ১৪ বলে ২ টি করে চার ও ছয়ে ২৯ রান করে অপরাজিত থাকেন তিনি।
১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান স্কোরবোর্ডে জমা করে ওল্ড ডিওএইচএস। খেলাঘরের পক্ষে ৩ উইকেট নেন খালেদ আহমেদ, ১ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
দ্রুত রান তোলার মিশনে নেমে শুরুতেই ধাক্কা খায় খেলাঘর। ৫ রান করে রাফসান আল মাহমুদ, ২ রান করে মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফেরেন। ইমতিয়াজ হোসেন (৩৩) ও জহুরুল ইসলামের (৩৭*) ৩য় উইকেট জুটিতে ৫৯ রান আসে বটে, তবে লক্ষ্য থেকে পিছিয়ে পড়ে খেলাঘর।
শেষমেশ ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান স্কোরবোর্ডে জমা করতে পারে খেলাঘর। ডিওএইচএসের পক্ষে ২ উইকেট নেন রাকিবুল হাসান, ১ টি করে উইকেট পান হামিদুল ইসলাম ও আসাদুজ্জামান পায়েল।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ১২০/৪ (১৩), ইমন ৪৪, রাকিন ৫, রায়ান ৩৭, জয় ২৯*, প্রীতম ২, মোহাইমিনুল ০*; খালেদ ৩-০-২৪-৩, মিরাজ ৩-০-৩৪-১
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ১০৩/৫ (১৩), ইমতিয়াজ ৩৩, রাফসান ৫, মিরাজ ২, জহুরুল ৩৭*, মাসুম ১৬, রিশাদ ১; রাকিবুল ৩-০-১৬-২, হামিদুল ৩-০-১৬-১, পায়েল ৩-০-২২-১
ফলাফলঃ ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ১৬ রানে জয়ী
ম্যাচসেরাঃ আনিসুল ইসলাম ইমন (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব)।