

কদিন বাদেই শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ৬ এর বাকি থাকা অংশ। এর আগে বড়সড় ধাক্কা মুলতান সুলতান্স শিবিরে। ইনজুরির কারণে ছিটকে গেলেন শহীদ আফ্রিদি।
করাচিতে ট্রেনিং করার সময় লোয়ার ব্যাক পেইন অনুভব করেন আফ্রিদি। সেই ব্যাথার কারণেই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকবেন পাকিস্তান সুপারস্টার।
মুলতান সুলতান্স ফ্র্যাঞ্চাইজি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে লোয়ার ব্যাক ইনজুরির কারণে আমাদের সুপারস্টার, আইকন ও ফ্র্যাঞ্চাইজির অখণ্ড অংশ শহীদ আফ্রিদি পিএসএল ৬ এর বাকি অংশ মিস করবে। সুলতান্স পরিবার তোমাকে (আফ্রিদি) মিস করবে এবং আমরা তোমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।’
We regret to inform you that due to a lower back injury, our superstar, icon, & an integral part of the franchise, @SAfridiOfficial will miss out on the remainder of @thePSLt20 6. The Sultans family will miss you and we are praying 🤲 for your speedy recovery!
#GetWellSoonLala pic.twitter.com/NoB5iIxH5B— Multan Sultans (@MultanSultans) May 24, 2021
এই ইস্যুতে নিজের টুইটারে শহীদ আফ্রিদি লেখেন, ‘পিএসএলের বাকি অংশে খেলার জন্য ট্রেনিং করার সময় আমি লোয়ার ব্যাক পেইন অনুভব করি এবং আমাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। দুর্ভাগ্যজনকভাবে আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে এবং আমি আমার দল মুলতান সুলতান্সের অংশ হতে পারব না। আমার হৃদয় ভেঙে গেছে, কারণ আমি খুব কঠোর অনুশীলন ও ট্রেনিং করছিলাম।’
While training for the remainder of @thePSLt20, I felt lower back pain & had to consult a doctor. Unfortunately I have been advised to rest and can no longer accompany my team @MultanSultans. I am heartbroken 💔 as I was practicing and training really hard. pic.twitter.com/OjaHD1w9cg
— Shahid Afridi (@SAfridiOfficial) May 24, 2021