

অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়েও বাংলাদেশকে কম রানে আটকে দেয় শ্রীলঙ্কা। তবে ১ম ওয়ানডেতে টপ অর্ডারের ব্যর্থতায় জেতা হয়নি সফরকারীদের। শেষের দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানাদের ব্যাট হাতে প্রতিরোধ যথেষ্ট হয়নি।
ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক কুশল পেরেরা হারা ম্যাচ থেকেও পজিটিভ দিক খুঁজে নিয়েছেন।
পেরেরা বলেন, ‘হেরে যাওয়া দল হওয়া মোটেও ভালো কিছু নয়, তবে বেশ কিছু পজিটিভ (ম্যাচে) আছে, বোলারদের। ওয়ানিন্দু হাসারাঙ্গা দারুণ খেলেছে। হাসারাঙ্গা শ্রীলঙ্কাতে হাইলি রেটেড ক্রিকেটার। এই কন্ডিশনে সে ১০ ওভার বল করেছে, সাথে ৭৪ রান করেছে। ‘
বোলারদের কৃতিত্ব দিলেও দায় দিয়েছেন ব্যাটসম্যানদের। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটসম্যানদের ভুলই ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে বলে মত পেরেরার।
‘আমরা ভালো বল করেছি। বাংলাদেশ খুবই ভালো দল, দলে অভিজ্ঞ ক্রিকেটারও আছে। আমাদের বোলাররা অভিজ্ঞ না তবে তারা বাংলাদেশকে ২৫৭ রানে বেঁধে রেখেছে। পরাজয়ের জন্য আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।’
‘টপ অর্ডারকে ৩০-৩৫ ওভার থাকতে হত উইকেটে। মাঝের ওভারগুলোতে আমরা হাস্যকর ভুল করেছি যা আমাদের অনেক ভুগিয়েছে।’
বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিয়ে পেরেরা জানান বাকি দুই ম্যাচে শক্তভাবে ফিরতে চায় তার দল।
‘ইসুরু উদানা ও হাসারাঙ্গা আমাদের সুযোগ তৈরি (জয়ের) করেছিল। তবে তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে, তারা ভালো বোলিং করেছে। আমাদের হাতে ২ টি ম্যাচ আছে, আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে।’