

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে ১ম ওয়ানডে মাঠে গড়াবে কি না তা নিয়ে আজ সকাল ১১ টা অব্দি ছিল শঙ্কা। সফরকারী দলের ৩ সদস্য (২ ক্রিকেটার, ১ কোচ) করোনা টেস্টে (গতকাল রাতে) পজিটিভ প্রমাণিত হয়েছিলেন।
পরে বেলা ১১ টায় হাতে আসে আরও এক করোনা টেস্টের ফল। যেখানে ১ ক্রিকেটার (শিরান ফার্নান্দো) পজিটিভ থাকলেও নেগেটিভ প্রমাণিত হন বাকি দুইজন (ইসুরু উদানা ও চামিন্দা ভাস)।
আজ ম্যাচ চলাকালেই এই ইস্যুতে কথা বলেন শ্রীলঙ্কার দলীয় ম্যানেজার মানুজা কারিয়াপ্পেরুমা। তিনি জানান দুই দেশের (বাংলাদেশ ও শ্রীলঙ্কা) ক্রিকেটীয় সম্পর্ক প্রশংসিত।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দুই বোর্ডের মাঝে সম্পর্ক প্রশংসনীয়। যদি কিছু ঘটেও থাকে, আমরা এর সমাধান করতে পারব, ফলে সেদিক দিয়ে একেবারেই সমস্যা নেই। আমার মনে হয় দুই বোর্ড এবং কর্মকর্তাদের মাঝে দারুণ একটা সমঝোতা আছে।’
ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পজিটিভ হবার ঘটনায় মানুজা মনে করেন ফলাফলে ‘ফলস পজিটিভ’ আসতে পারে।
‘হ্যা, আমাদের দুজন ক্রিকেটার এবং একজন সাপোর্ট স্টাফের পজিটিভ (কোভিড-১৯) এসেছিল। তবে দুজনকে এরপর নেগেটিভ ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দফা টেস্টের পর। এসব হয়ে থাকে। ফলস পজিটিভ বলে একটা ব্যাপার আছে রিপোর্টে, এবং আমার মনে হয় এক্ষেত্রেও তাই হয়েছে।’
বিসিবির দেওয়া সুযোগ সুবিধাকে যথেষ্টর চেয়েও বেশি বলছেন মানুজা। চলমান কোভিড বাস্তবতায় নিউ নরমালে এমন উনিশ-বিশ হতেই পারে বলে মত তার।
‘আমাদেরকে যে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে (বিসিবির তরফ থেকে) সেটি যথেষ্টর চেয়েও বেশি। আমি দারুণ একটা সিরিজের জন্য অপেক্ষা করছি। ‘নিউ নরমাল’-এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সবরকম চেষ্টা করে যাচ্ছে আমাদের সেরা সুযোগ-সুবিধা দিতে। এটা আমরাও বুঝি এবং অন্য দেশে আসলে এসবে মানিয়ে নিতে হবে।’