

বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) ১৯ মে নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বৃত্তান্ত প্রকাশ করেছে। ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর অব্দি চুক্তির আওতায় থাকবেন মোট ১৯ নারী ক্রিকেটার।
এর আগে চুক্তিতে থাকলেও এবারে জায়গা হয়নি একতা বিশত, ভেদা কৃষ্ণমূর্তি, অনুজা পাতিল ও দায়ালান হেমলতার। নতুন করে চুক্তিতে এসেছেন রিচা ঘোষ।
‘এ’ ক্যাটাগরিতে থাকা ৩ ক্রিকেটার (হারমানপ্রীত কর, স্মৃতি মান্দানা ও পুনম যাদব) সর্বোচ্চ ৫০ লাখ রুপি পারিশ্রমিক পাবেন (বার্ষিক)। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ১০ জন পাবেন ৩০ লাখ রুপি করে। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ৬ জন পাবেন ১০ লাখ রুপি করে।
গ্রেড ‘এ’ (৫০ লাখ রুপি)-
হারমানপ্রীত কর, স্মৃতি মান্দানা, পুনম যাদব।
গ্রেড ‘বি’ (৩০ লাখ রুপি)-
মিতালি রাজ, ঝুলন গোস্বামী, দীপ্তি শর্মা, পুনম রাউত, রাজেশ্বরী গায়কোয়াড়, শেফালী ভার্মা, রাধা যাদব, শিখা পান্ডে, তানিয়া ভাটিয়া ও জেমিমাহ রড্রিগুয়েজ।
গ্রেড ‘সি’ (১০ লাখ রুপি)-
মানসী জোশি, অরিন্ধতী রেড্ডি, পুজা বস্ত্রাকার, হারলিন দেওল, প্রিয়া পুনিয়া, রিচা ঘোষ।
NEWS: BCCI announces Annual Player Contracts for #TeamIndia (Senior Women) for the period from October 2020 to September 2021.
Details 👉 https://t.co/jJKSarT8xn pic.twitter.com/suSJUkm2zw
— BCCI Women (@BCCIWomen) May 19, 2021