

ঈদের আগেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে প্রস্তুতি ম্যাচের পর।
আগামীকাল (২০ মে) সেই প্রস্তুতি ম্যাচ। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিজেদের মধ্যে ভাগ হয়ে এক প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-মাহমুদউল্লাহরা।
বিসিবি রেড ও বিসিবি গ্রিন দল নাম নিয়ে মাঠে নামবে টাইগাররা।
বিসিবি রেড দল-
তামিম ইকবাল খান (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বিসিবি গ্রিন দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।