ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

দক্ষিণ আফ্রিকার নয়া অধিনায়ক বাভুমা ও এলগার
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট ও ৫ টি-টোয়েন্টির জন্য দুই ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। 

প্রথমবারের মত প্রোটিয়া দলে ডাক পেয়েছেন প্রেনেলান সুব্রায়েন। টেস্ট দলে প্রথমবারের মত সুযোগ মিলেছে লিজাড উইলিয়ামসের।

টেস্ট স্কোয়াড-

ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, সারেল এরবি, বেউরান হেনড্রিক্স, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলদার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, প্রেনেলান সুব্রায়েন, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনে, লিজাড উইলিয়ামস।

টি-টোয়েন্টি স্কোয়াড-

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফর্টুইন, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, সিসান্দা মাগালা, ইয়ানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুংগি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, র‍্যাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেনে, লিজাড উইলিয়ামস, আন্দিলে ফেলুকওয়ায়ো ও ডোয়াইন প্রিটোরিয়াস।

সূচি- ওয়েস্ট ইন্ডিজ- দক্ষিণ আফ্রিকা সিরিজ-

১ম টেস্ট- ১০-১৪ জুন, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
২য় টেস্ট- ১৮-২২ জুন, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম

১ম টি-টোয়েন্টি- ২৬ জুন, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট জর্জ’স
২য় টি-টোয়েন্টি- ২৭ জুন, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট জর্জ’স
৩য় টি-টোয়েন্টি- ২৯ জুন, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট জর্জ’স
৪র্থ টি-টোয়েন্টি- ১ জুলাই, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট জর্জ’স
৫ম টি-টোয়েন্টি- ৩ জুলাই, ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট জর্জ’স।

৯৭ ডেস্ক

Read Previous

মিরপুরে রোজিনা ইসলামের মুক্তির দাবি জানাল ক্রীড়া সাংবাদিকরা

Read Next

সাকিব-মুস্তাফিজের ফেরার দিনে বৃষ্টি, ফুটবলে মাতোয়ারা টাইগাররা

Total
9
Share