ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
Vinkmag ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২৩ সদস্যের স্কোয়াডে আছেন আইপিএল ফেরত ক্রিকেটাররা।

আইপিএল স্থগিত হবার পর অজি ক্রিকেটাররা মালদ্বীপে আটকা পড়ে ছিলেন। পরে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে তাদেরকে দেশে পাঠিয়েছে (১৭ মে)।

তবে গ্লামরগনের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে থাকা মারনাস লাবুশেইনকে বিবেচনা করা হয়নি। যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা ও কোভিড প্রটোকলের কারণে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছেনা তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে অ্যাশটন অ্যাগার, মিচেল সুইপসন, অ্যাডাম জাম্পা, তানভীর সাঙ্গাদের রাখা হয়েছে স্কোয়াডে।

অস্ট্রেলিয়ার প্রিলিমিনারি স্কোয়াড-

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, জেসন বেহরেন্ড্রফ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ময়েসেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি’অর্চি শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুইপসন, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিঃ

১ম টি-টোয়েন্টি- ৯ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
২য় টি-টোয়েন্টি- ১০ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
৩য় টি-টোয়েন্টি- ১২ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
৪র্থ টি-টোয়েন্টি- ১৪ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম
৫ম টি-টোয়েন্টি- ১৬ জুলাই, ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম

১ম ওয়ানডে- ২০ জুলাই, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
২য় ওয়ানডে- ২২ জুলাই, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
৩য় ওয়ানডে- ২৪ জুলাই, কেনসিংটন ওভাল, ব্রিজটাউন

৯৭ ডেস্ক

Read Previous

পাজরের যে চোটে ২ মাস ভুগেছিলেন শচীন

Read Next

যে ঘটনার জেরে ২-৩ বছর উথাপ্পার সঙ্গে কথা বলেননি হেইডেন

Total
1
Share