

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ (১৬ মে) সকালে বাংলাদেশে পৌঁছেছে শ্রীলঙ্কা। কুশল পেরেরার দলকে প্রথম তিনদিন থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনে। সফরকারীদের জন্য কোভিড প্রোটোকল সাজান তাদের মত করেই। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ যে ধরণের কোভিড প্রোটোকলের মধ্যে ছিল সেটিই ব্যবস্থা করা হচ্ছে লঙ্কানদের জন্য।
রুম কোয়ারেন্টাইনে থাকা তিনদিনে দুইবার কোভিড পরীক্ষা করানো হবে লঙ্কানদের। নেগেটিভ প্রমাণিত হয়ে ১৯ মে থেকে অনুশীলনের সুযোগ পাবে তারা। ২০ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপিতে) নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলবে অনুশীলন। ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডের আগে হবে আরেক দফা কোভিড পরীক্ষা।
আজ (১৬ মে) হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী বলেন, ‘বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যে প্রোটোকলে ছিল আমরা সেরকম প্রোটোকলই তৈরি করেছি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে। প্রথম তিনদিনে একটা কঠোর কোয়ারেন্টাইন অনুসরণ করা হবে।’
‘অর্থাৎ খেলোয়াড়েরা তাদের হোটেল রুমে অবস্থান করবেন। বাইরে আসবেন না এই তিন দিন। আর এই তিনদিনের মধ্যেই দুটো টেস্ট হবে। আর চতুর্থ দিনের পরীক্ষার ভিত্তিতে অনুশীননের অনুমতি মিলবে, নিজেদের মধ্যে অনুশীলন। এই পদ্ধতি আমরা যখন শ্রীলঙ্কায় গিয়েছি তখন আমরাও ফলো করেছি।’
‘মোট চারটা পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে। ২০ ও ২১ তারিখ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুইদল আলাদা আলাদা প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২২ তারিখ একটা কোভিড পরীক্ষা হবে। ঐ পরীক্ষার ফলাফলের উপর ২৩ তারিখ থেকে আমাদের ওয়ানডে সিরিজ শুরু হবে।’
বাংলাদেশ দল এখনো আনুষ্ঠানিকভাবে টিম হোটেলে না উঠলেও বেশ চলতি মাসের শুরু থেকেই অনুশীলন করার কারণে ইতোমধ্যে করোনা পরীক্ষা প্রক্রিয়ার অংশ হয়ে গেছে। তবে আনুষ্ঠানিকভাবেও শুরু হয়েছে গতকাল (১৫ মে) থেকে, চলবে আগামীকাল (১৭ মে) পর্যন্ত। এই তিনদিনে দুইবার করোনা নেগেটিভ হয়ে ১৮ তারিখ থেকে নামতে পারবে অনুশীলনে।
দেবাশীস চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের করোনা পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়ে গেছে আসলে এই মাসের শুরু থেকে। বাংলাদেশ দলের যেসব ক্রিকেটার শ্রীলঙ্কা সফর করেছেন তাদের পরীক্ষা বাকি। তবে ঢাকায় অবস্থান করা অন্যদের কোভিড পরীক্ষা শুরু হয় এই মাসের প্রথম থেকে। আর তারা এক ধরণের মোডিফাইড বায়ো বাবল সিকিউরিটিতে থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছিল।’
‘আনুষ্ঠানিকভাবে আমরা বাংলাদেশ দলের পরীক্ষা শুরু করেছি, গতকাল প্রথম পরীক্ষা হয়েছে। আজকেও হবে, আগামীকালও হবে। ১৫, ১৬ ও ১৭ এই তিনদিনে দুই দফা পরীক্ষা হবে বাংলাদেশ দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। সে ফলাফলের ভিত্তিতে তারা ১৮ তারিখ অনুশীলন শুরু করবে।’