

পাকিস্তানি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ বলছেন বোলারদের মান বিবেচনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মান ভালো। তবে সার্বিক বিবেচনায় আইপিএলের সাথে তুলনা করার মত কোনো লিগ বর্তমানে নেই বল মত তার।
‘ক্রিকেট পাকিস্তানের’ ইউটিউব চ্যানেলে আলাপকালে এই বাঁহাতি পেসার অবশ্য আইপিএলকে দিয়েছেন ভিন্ন উচ্চতা। তার মতে আইপিএলের সাথে পিএসএলের আপাতত তুলনা করা উচিৎ নয়। যদিও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে আইপিএলের পর পিএসএলকেই রাখলেন ৩৫ বছর বয়সী এই পেসার।
বিশ্বের সেরা খেলোয়াড়দের পাশাপাশি আইপিএলের মূল আকর্ষণ অর্থের ঝনঝনানি। এসবই টুর্নামেন্টকে বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ হিসেবে তুলে ধরে বলে মনে করেন এই পাকিস্তানি পেসার। কিন্তু এরপরই জানালেন বোলারদের মানের দিক থেকে পিএসএল বিশ্বের সেরা।
তিনি বলেন, ‘আইপিএল এমন একটি লিগ যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়েরা খেলতে আসে। আপনি আইপিএলের সাথে পিএসলের তুলনা করতে পারেন না। আমি বিশ্বাস করি আইপিএল অন্য লেভেলে চলে গেছে। তাদের প্রতিশ্রুতি, যেভাবে তারা চালায়, তাদের প্লেয়ার ড্রাফট পদ্ধতি একদম আলাদা।’
‘আমি মনে করিনা আইপিএলের সাথে অন্য কোনো টুর্নামেন্টের তুলনা চলে। তবে যদি কাছাকাছি কোনো টুর্নামেন্টের কথা বলা হয় আমি পিএসএলের কথা বলবো। পাকিস্তানের লিগটি ইতোমধ্যে সেটি প্রমাণ করেছে।’
‘বোলারদের মান (পিএসএলে) বেশ উপরের দিকে। পিএসএলে আপনি যে ধরণের বোলারদের পাবেন তা অন্য কোনো লিগে পাবেন না, এমনকি আইপিএলেও না। যে কারণে পিএসএলে খুব বেশি হাই স্কোরিং ম্যাচ দেখা যায়না। পিএসএলের বোলিং আক্রমণ বিশ্বের সেরা।’