

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে না থাকার সম্ভাবনা আইপিএল খেলা ক্রিকেটারদের। আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরে ১০ দিনের কোয়ারেন্টাইনে আছে মইন আলি, জস বাটলাররা। ফলে লাল বলের ক্রিকেটের প্রস্তুতির ঘাটতির কারণেই তাদের ছাড়াই ঘোষণা হতে পারে দল।
দুই ম্যাচ টেস্ট সিরিজটি শুরু হবে ২ জুন। এদিকে চলতি সপ্তাহের শেষদিকে কোয়ারেন্টাইন শেষ হবে আইপিএল ফেরত ক্রিকেটারদের। সিরিজ শুরুর দুই সপ্তাহ আগেই মুক্তি মিললেও সেরা প্রস্তুতি নেয়া সম্ভব হবেনা বলে ধারণা। আর এ কারণেই জনি বেয়ারস্টো, স্যাম কারেন, ক্রিস ওকস, জস বাটলার, মইন আলির সুযোগ দেখছেনা ইংলিশ গণমাধ্যমগুলো।
বিবিসি স্পোর্টস এক প্রতিবেদনে লিখেছে, ‘আইপিএল ফেরত ক্রিকেটাদের জন্য টাইমলাইনটা বেশ সংকীর্ণ। যার মানে দাঁড়াচ্ছে ওলি রবিনসন, ক্রেইগ ওভারটন ও জেমস ব্রাসের ডাক পড়তে পারে।’
দ্য ইন্ডিপেন্ডেন্ট ভিন্ন এক প্রতিবেদনে লিখে, ‘যখন (আইপিএল ফেরত ক্রিকেটারদের) ফিটনেস লেভেল একটা পর্যায়ে আসবে তখন আবার চিন্তার বিষয় হবে লাল বলে তাদের প্রস্তুতি। সে ক্ষেত্রে কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকেই অন্য বিকল্পগুলো বেছে নেয়া হতে পারে।’
এড স্মিথের (নির্বাচক) কাছ থেকে পুরো নিয়ন্ত্রন বুঝে পাওয়ার পর আগামী মঙ্গলবার প্রধান কোচ সিলভারউড প্রথম সিলেকশন মিটিং করবেন। এদিকে ইংল্যান্ড পুরুষ দলের ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলসও ইঙ্গিত দিয়েছেন আইপিএল ফেরত ক্রিকেটারদের ছাড়াই নিউজিল্যান্দের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা হতে পারে।