

আজ (১৪ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা নিশ্চিত করেছে। ২১ জুলাই থেকে ২৪ আগস্ট অব্দি ওয়েস্ট ইন্ডিজে যেয়ে ৫ টি টি-টোয়েন্টি ও ২ টি টেস্ট খেলবে বাবর আজমের দল।
পাকিস্তানের ইংল্যান্ড সফর শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হবে।
সফরে ৩ টি-টোয়েন্টি ও ৩ টেস্ট থাকার কথা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২ টি টি-টোয়েন্টি বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ১ টি টেস্ট।
পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচিঃ
পাকিস্তান বার্বাডোসে পৌছাবে- ২১ জুলাই
১ম টি-টোয়েন্টি- ২৭ জুলাই, কেনসিংটন ওভাল, বার্বাডোস
২য় টি-টোয়েন্টি- ২৮ জুলাই, কেনসিংটন ওভাল, বার্বাডোস
৩য় টি-টোয়েন্টি- ৩১ জুলাই, গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা
৪র্থ টি-টোয়েন্টি- ১ আগস্ট, গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা
৫ম টি-টোয়েন্টি- ৩ আগস্ট, গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা
দুই দিনের অনুশীলন ম্যাচ- ৬-৭ আগস্ট, গায়ানা
১ম টেস্ট- ১২-১৬ আগস্ট, স্যাবাইনা পার্ক, জ্যামাইকা
২য় টেস্ট- ২০-২৪ আগস্ট, স্যাবাইনা পার্ক, জ্যামাইকা
পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ছাড়বে- ২৫ আগস্ট।
Wasim Khan: “In consultation with the CWI and keeping an eye on this year’s ICC Men’s T20 World Cup, we have agreed to replace one Test match with two additional T20Is”
Read More: https://t.co/TIDZ2m7LfU pic.twitter.com/fRbCxE1ylV
— Pakistan Cricket (@TheRealPCB) May 14, 2021