

সাম্প্রতিক সময়ে তাসকিন আহমেদের পরিবর্তন চোখে পড়েছে সবার। ফিটনেসে আমূল পরিবর্তন আনা তাসকিন কৌশলেও কিছুটা পরিবর্তন এনেছেন। তাতে লম্বা সময় ধরে ভালো বল করে যেতে পারছেন এই স্পিডস্টার। তার পরিবর্তনে দারুণ খুশি ওটিস গিবসন।
রান আপ নিয়ে একটু-আধটু কাজ করেছেন তাসকিন আহমেদ। তাতে করে তিনি সুফল পাচ্ছেন বলে জানান গিবসন।
ক্রিকবাজকে গিবসন বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তাসকিন দুর্দান্ত। সে নিউজিল্যান্ডেও ওয়ানডে সিরিজে ভালো বল করেছে। সে কঠোর পরিশ্রম করেছে, নিজের রান আপ নিয়ে একটু-আধটু কাজ করেছে। যাতে করে সে রান আপ নিয়ে এখন আত্মবিশ্বাসী, সে কেবল তার লাইনের দিকেই ফোকাস রাখতে পারে, এবং নো বলের চিন্তা না করে সে তার লাইনের দিকে নজর দিতে পারে।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে লম্বা সময় ধরে বল করা তাসকিনকে প্রশংসা করেন টাইগারদের বোলিং কোচ গিবসন।
‘সে দুই টেস্টে (শ্রীলঙ্কার বিপক্ষে) ৭০ এর মত ওভার বল করেছে, যেটা তার জন্য বিরাট কিছু। সে তার ফিটনেস নিয়ে প্রচুর কাজ করেছে যাতে করে সে লম্বা সময় ধরে জোরে বল করতে পারে। এবং সে খুব ভালো এরিয়াতে বল করছে কন্ট্রোলের সাথে।’
তাসকিনের ভালো করার প্রসেস চলমান বলে মনে করেন গিবসন। তাই আগামী ১২ মাস তার জন্য বিশাল কিছু বলে উল্লেখ করেন তিনি।
‘সে দুই দিকেই বল সুইংও করাচ্ছে। আমি মনে করি আগামী ১২ মাস তার জন্য বিশাল কিছু হতে চলেছে। আমি যেমনটা বললাম এটা তার জন্য একটা প্রসেসের শুরু, সে সঠিক দিকেই এগিয়ে চলছে।’