

দুই অলরাউন্ডার ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস প্রথমবারের মত নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় এসেছেন। ২০২১-২২ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
২০ সদস্যের চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় নতুন মুখ কেবল এই দুই জন। প্রকাশিত তালিকায় থাকা ক্রিকেটারদের ২২ মে পর্যন্ত সুযোগ আছে চুক্তিতে থাকা বা না থাকার সিদ্ধান্ত জানানোর।
ড্যারিল মিচেল নিউজিল্যান্ডের আন্তর্জাতিক গ্রীষ্মে সব ফরম্যাটেই খেলেছেন। গ্লেন ফিলিপস টি-টোয়েন্টিতে নিজের ছাপ রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরি করে হয়েছেন নিউজিল্যান্ডের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান।
টেস্ট স্পেশালিস্ট আজাজ প্যাটেল আগেরবার চুক্তিতে থাকলেও এবারে নেই। অবসরের ঘোষণা দেওয়ার কারণে নেই বিজে ওয়াটলিংয়ের নাম।
২০২১-২২ মৌসুমের জন্য নিউজিল্যান্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার-
টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়েগনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।
Contract OFFERS ✍🏽 | @CanterburyCrick all-rounder @dazmitchell47 and precocious @aucklandcricket Aces star Glenn Phillips have been offered national contracts for the first time following breakout seasons for the BLACKCAPS. Details | https://t.co/yULuniXo8o #CricketNation pic.twitter.com/Yae57fCGrR
— BLACKCAPS (@BLACKCAPS) May 13, 2021