

দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আজ (১৩ মে) ঘোষণা করেছে ভারতীয় নারী দলের প্রধান কোচ হয়েছেন রমেশ পাওয়ার। এই পদের জন্য বিজ্ঞাপন দেওয়ার পর ৩৫ জন আবেদন করেছিল।
সুলক্ষণা নাইক, মদন লাল ও রুদ্রপ্রতাপ সিং সম্বলিত ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ৩৫ জন আবেদনকারীর সাক্ষাৎকার নেন। সবার সাক্ষাৎকার নেওয়া শেষে রমেশ পাওয়ারের ব্যাপারে একমত হন তারা।
NEWS: Ramesh Powar appointed Head Coach of Indian Women’s Cricket team
Details 👉 https://t.co/GByGFicBsX pic.twitter.com/wJsTZrFrWF
— BCCI Women (@BCCIWomen) May 13, 2021
রমেশ পাওয়ার ভারতের হয়ে ২ টেস্ট ও ৩১ ওয়ানডে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মন দেন তিনি। ইসিবির লেভেল ২ সার্টিফাইড কোচ রমেশ পাওতার বিসিসিআই-এনসিএ’র অধীনেও কোচিং কোর্স করেন।
২০১৮ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভারতীয় নারী দলের কোচ ছিলেন রমেশ পাওয়ার। তার কোচিং আমলে ভারতীয় নারী দল টানা ১৮ টি টি-টোয়েন্টি জিতেছিল।
সম্প্রতি তিনি বিজয় হাজারে ট্রফিতে মুম্বাই দলকে কোচিং করিয়ে শিরোপা জেতান। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) তে বোলিং কোচ হিসাবে কাজ করেছেন তিনি।