

এলপিএল (লঙ্কা প্রিমিয়ার লিগ) এর প্রথম আসর সাফল্যের সঙ্গে আয়োজন করে এবার দ্বিতীয় আসরের দিনক্ষণ জানাল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১২ মে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসএলসি জানিয়েছে এলপিএলের দ্বিতীয় আসর শুরু হবে চলতি বছরের ৩০ জুলাই, পর্দা নামবে ২২ আগস্টে।
Sri Lanka Cricket wishes to inform you that the 2nd Edition of the Lanka Premier League (LPL) will be held from 30th July to 22nd August 2021.https://t.co/dRQs3VSuwO
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) May 12, 2021
শ্রীলঙ্কা ক্রিকেটের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর অর্জুনা ডি সিলভা বলেন, ‘আমরা একটা উইন্ডো খুজে পেয়েছি এই বছরের এলপিএলের জন্য। এই মুহূর্তে আমরা টুর্নামেন্টের বাকি সবকিছুর জন্য কাজ করছি।’
আন্তর্জাতিক আবহে গেলবছর এলপিএল মাঠে গড়িয়েছিল। ৫ দলের অংশগ্রহণে হাম্বানটোটায় এই টুর্নামেন্টের ১ম আসর সফলভাবে শেষ হয়েছিল।
প্রথম আসর বায়োবাবল নিশ্চিত করে হয়েছিল। এসএলসি জানিয়েছে এবারের আসরের দিনক্ষণ জানানো হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে আমলে নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তারা।