

ভারতের ঘরোয়া ক্রিকেট কাঠামোর উন্নতিতে রাহুল দ্রাবিড় অস্ট্রেলিয়ান মস্তিষ্ক ব্যবহার করেছে বলছেন অজি কিংবদন্তী গ্রেগ চ্যাপেল। বর্তমানে অস্ট্রেলিয়া এমন কিছুর অভাব অনুভব করছে বলেও জানান চ্যাপেল। তার মতে ভারত ও ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সেরা দলে পরিণত হয়েছে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের কারণে।
‘ক্রিকেটডটকমএইউ’ কে ৭২ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তী বলেন, ‘ভারতে তাদের কাজ একসাথে পেয়েছে আর এটি মূলত সম্ভব হয়েছে রাহুল দ্রাবিড় আমাদের মস্তিষ্ক বেছে নিয়েছে বলে। আমরা ভারতের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে কি করেছি সেটারই পুনরাবৃত্তি হচ্ছে।’
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট কাঠামোই জাতীয় দলকে দারুণ সব প্রতিভা সরবারহা করার ক্ষেত্রে বড় ভুমিকা রেখে আসছিল। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব পেয়ে রাহুল দ্রাবিড়ও সে পথেই হেঁটেছেন। বয়স ভিত্তিক সহ ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্ত করে জাতীয় দলে প্রতিভাবান তরুণদের উপস্থিতি বাড়িয়েছেন।
গ্রেগ চ্যাপেল আরও বলেন, ‘ইতিহাস জানায় যে আমরাই তরুণ ক্রিকেটারদের গড়ে তোলার ক্ষেত্রে সেরা কাঠামো তৈরি করেছিলাম। কিন্তু আমি মনে করি গত কয়েক বছরে সেটার পরিবর্তন হয়েছে। আমি দেখছি বেশ কিছু তরুণ প্রতিভা দারুণ সম্ভাবনা নিয়ে হারিয়ে যেতে বসছে। এটা কোনভাবেই গ্রহণযগ্য না। আমরা একজন খেলোয়াড়কেও হারাতে পারিনা।’
এই অজি কিংবদন্তীর মতে প্রতিভা বেছে নেয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়াই সেরা বলার অধিকার বর্তমানে হারাতে বসেছে, ‘আমি মনে করি আমরা ইতোমধ্যে আমাদের অবস্থান হারিয়ে ফেলেছি যে প্রতিভা বাছাইয়ে আমরাই সেরা। আমি মনে করি ইংল্যান্ড ও ভারত এটা আমাদের চেয়ে বেশ দুর্দান্ত করছে এখন।’